/indian-express-bangla/media/media_files/2025/07/23/atheist-krishna-a-digital-content-creator-praised-by-indian-prime-minister-narendra-modi-passed-away-2025-07-23-20-59-21.png)
কী হয়েছিল তাঁর?
অল্প বয়সেই প্রয়াত তরুণ ট্যালেন্ট! এমন এক প্রতিভা আজ না ফেরার দেশে যার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর কাজের প্রশংসা করেছিলেন। অক্ষয় কুমার পর্যন্ত তাঁকে ক্রেডিট দিয়েছিলেন অসাধারণ কন্টেন্ট তৈরি করার জন্য। পরিচিত ছিলেন হাসির কন্টেন্ট বানানোর জন্য। এবার তিনিই না ফেরার দেশে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এভাবে চলে যাবেন...
প্রসঙ্গে এথিস্ট কৃষ্ণা.. যে ধরনের কন্টেন্ট তিনি বানাতেন, সেগুলো সাধারণত মানুষকে হাসাত। তিনি এই নামটি ব্যবহার করতেন নিজের প্রানবন্ততা এবং প্রভাবশালী সামগ্রী তৈরি করার জন্য। তাঁর কন্টেন্ট ছিল তীক্ষ্ণ। এবং সময়ের উপযোগী কন্টেন্ট বানিয়ে তিনি লোকনজরে এসেছিলেন। তাঁর জনপ্রিয়তা এমন ছিল, যে প্রধানমন্ত্রী খোদ তাঁর কাজের প্রশংসা করেছিলেন। এছাড়াও চতুর মিমস এর কারণেও তিনি দারুণ জনপ্রিয় ছিলেন। এবং তাঁর দারুন কিছু কন্টেন্টের মধ্যে ছিল, পুরোনো দিনের হারিয়ে যাওয়া কন্টেন্ট।
Uttam Kumar Death Anniversary: অসাড় হয়ে গিয়েছিল শরীর, উত্তমের মৃত্যু…
সাধারণত, বাবা মা এবং পরিবারের অন্য লোকজনদের নিয়ে তিনি বেশিরভাগ সময় কন্টেন্ট বানাতেন। কিন্তু কি হয়েছিল তাঁর? কী করেই বা তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসল? জানা যাচ্ছে, তাঁর ভাইয়ের ওয়াটস অ্যাপ চ্যাট থেকেই ভাইরাল হয় তাঁর মৃত্যুর খবর। তাঁর স্পর্শকাতর কন্টেন্ট সকলের থেকে আলাদা করে তুলেছিল, তাই তাঁর আকষ্মিক মৃত্যুর খবর, সকলকে বেশ চমকে দিয়েছে। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করেছিলেন তিনি। কিন্তু, শেষ রক্ষা হল না। একটি পোস্ট অনুসারে...
কৃষ্ণা অসুস্থ ছিলেন এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। দুঃখজনকভাবে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন, যা তার অবস্থার মারাত্মক অবনতি ঘটায়। ভোর সাড়ে চারটে নাগাদ তিনি মারা যান। ডিজিটাল দুনিয়ায় সবথেকে দয়ালু ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তিনি। এবং এ তাড়াতাড়ি তিনি চলে যাবেন যেন ভাবতেও পারেননি তিনি। এখানেই শেষ না। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে, শেষ যেদিন কথা হয় সেদিন নাকি তিনি জানিয়েছিলেন, এবার যদি রিকোভার করতে পারি, তবে সেটা মিরাকেল। কিন্তু শেষরক্ষা হল না। ২২ জুলাই তিনি চলে গেলেন না ফেরার দেশে।
মূলত ওড়িশার বাসিন্দা এবং পরে বিশাখাপত্তনম ও হায়দরাবাদে বসবাসকারী কৃষ্ণা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে নাচের একটি স্পুফ ভিডিও তৈরি করার পরে প্রথম উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবং এমন একটি ভিডিও যা প্রধানমন্ত্রী নিজেই গর্বের সাথে এক্স-এ শেয়ার করেছিলেন।