/indian-express-bangla/media/media_files/2024/11/08/ZtIVOyVrm831ztNOGl5R.jpg)
কবে মা হচ্ছেন সুনীল কন্যা?
দিনটা ছিল ২০২৩-এর জানুয়ারি। মনের মানুষ কে.এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুনীল শেট্টির আদুরে কন্যা আথিয়া শেট্টি। প্রেম থেকে বৈবাহিক জীবনের সুন্দর মুহূর্তগুলো বিভিন্ন সময় সমাজমাধ্যমের পেজে ভাগ করে নেন তারকা দম্পতি। বিয়ের বর্ষপূর্তির পরই খুশির খবর দিলেন কে.এল রাহুল ও আথিয়া। তাঁদের কোলে আসছে প্রথম সন্তান। মা-বাবা হতে চলেছেন সেলেব কাপল। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দুই থেকে তিন হওয়ার খুশি, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন আথিয়া-রাহুল।
ইউনিক ডিজাইনের মাধ্যমে ইনস্টায় সুখবর দিয়েছেন তারকা দম্পতি। যেখানে রয়েছে 'ইভিল আই'-র ছবি। সঙ্গে লেখা, 'আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন। ২০২৫।' দোসর ছোট্ট পায়ের ছবি। লেখাটির বাংলা তর্জমা করলে হয়, '২০২৫-এ ভগবানের আশীর্বাদে আমাদের জীবনে প্রথম সন্তান আসছে'। ভালোবাসা, শুভেচ্ছায় ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স।
প্রসঙ্গত, ২০১৯-এ দুজনের প্রথম দেখা। এরপরই সম্পর্ক দ্রুত গতিতে এগতে থাকে। প্রেমের সম্পর্ক পৌঁছায় ছাদনাতলায়। চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন প্রেমিকযুগল। এবার জীবনে আরও এক নতুন ইনিংস শুরুর অপেক্ষায় দম্পতি।
গত ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার ঘর আলো করে এসেছে লিটল প্রিন্সেস দুয়া পাডুকোন সিং। দেখতে দেখতে রাজকন্যার বয়স হল দু'মাস। ৮ নভেম্বর প্রথমবার বাড়ির বাইরে দেখা গেল দীপবীরের একমাত্র কন্যাকে।
আরও পড়ুন: প্রথমবার মেয়েকে নিয়ে লোকসম্মুখে দীপিকা-রণবীর, দুয়াকে নিয়ে কোথায় গেলেন তাঁরা?
গাড়ির ভিতর একরত্তি মেয়ের মুখ আড়াল করে রেখেছেন নিউলি মাম্মি দীপিকা পাডুকোন। তাঁকে একঝলক দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন ভক্ত থেকে পাপারাথৎজ্জিরা। এবার মাতৃসুখ আস্বাদনের অপেক্ষায় কাউন্টডাউন শুরু করে দিয়েছেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।