বছর ষাট পেরিয়ে ফিরে আসছে অপু। ফের একবার পর্দায় আসছে নস্ট্যালজিয়া। সাদা-কালোয় প্রকাশ্যে এল অভিযাত্রিক-এর ক্যারেকটার লুক। সেখানে অপুর চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। দিতিপ্রিয়া রায় রয়েছেন অপর্ণার চরিত্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হচ্ছে শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’। এদিন প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক।
সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯-তে ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু। সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন। প্রথমে আরিফিন শুভর নাম ঠিক হলেও পরবর্তীতে আসেন সব্যসাচী পুত্র।
কাজল এবং অপু, পেছনে শঙ্কর।
আরও পড়ুন, রিপোর্টারের ডায়েরি: পাল্টে যাওয়া উৎসবে সেলফি বেশি, ছবি দেখার ভিড় কম
অ্যাডভেঞ্চার প্রিয় অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও। প্রসঙ্গত, ‘অপরাজিত’ উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে লীলা, যা সত্যজিতের ট্রিলজিতে ছিল না। শুভ্রজিৎ ছবির চিত্রনাট্যও শুনিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়কে। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ তুলে ধরবেন শুভ্রজিৎ। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র।
রানুদিদি-র চরিত্রে শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন, ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে নবকুমারের ভূমিকায় শৌনক
বেনারস, উত্তরবঙ্গ, দুমকা, উত্তর-পূর্ব ভারত, টাকি, বোলপুর ও কলকাতাকে চল্লিশের দশকের প্রেক্ষাপটে দেখাবেন পরিচালক, তাও সাদা-কালোয়। নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের কাছে এ এক বড় প্রাপ্তি।