কথায় বলে স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা! জয়া আহ্সান সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন। বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে যেসব গুজগুজ ফুসফুস হচ্ছিল, তা নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। এবার লম্বা এক ফেসবুক পোস্টে এসবের জবাব দিয়েছেন তিনি। জয়ার অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যে সব চর্চা হচ্ছে, তার অধিকাংশই ভুল তথ্যের উপর ভিত্তি করে। এমনকি, তাঁর ভুল পিতৃপরিচয়ও দেওয়া হচ্ছে।
ফেসবুকে জয়া লিখেছেন-
বিরসা দাশগুপ্তর ‘ক্রিসক্রস’ ছবিতে দেখা যাবে জয়াকে। ছবি- জয়া আহসানের ফেসবুক সৌজন্যে
বিরসা দাশগুপ্তের পরবর্তী ছবি ক্রিসক্রসে অভিনয় করছেন জয়া। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনি ছবিতে অভিনয়ের জেরে এ বাংলার দর্শকেরও মন জয় করেছিলেন তিনি। এরপর টলিউডে আর পিছন ফিরে তাকাতে হয়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।