বাবার নাম পাল্টে গেল? ক্ষুব্ধ জয়া মুখ খুললেন ফেসবুকে

জয়ার অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যে সব চর্চা হচ্ছে, তার অধিকাংশই ভুল তথ্যের উপর ভিত্তি করে। এমনকি, তাঁর ভুল পিতৃপরিচয়ও দেওয়া হচ্ছে।

জয়ার অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যে সব চর্চা হচ্ছে, তার অধিকাংশই ভুল তথ্যের উপর ভিত্তি করে। এমনকি, তাঁর ভুল পিতৃপরিচয়ও দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jaya ahasahn

সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ জয়া আহসানের। ছবি- জয়া আহসানের ফেসবুক সৌজন্যে

কথায় বলে স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা! জয়া আহ্সান সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন। বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে যেসব গুজগুজ ফুসফুস হচ্ছিল, তা নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। এবার লম্বা এক ফেসবুক পোস্টে এসবের জবাব দিয়েছেন তিনি। জয়ার অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যে সব চর্চা হচ্ছে, তার অধিকাংশই ভুল তথ্যের উপর ভিত্তি করে। এমনকি, তাঁর ভুল পিতৃপরিচয়ও দেওয়া হচ্ছে।

Advertisment

ফেসবুকে জয়া লিখেছেন-

Advertisment

jaya birsha বিরসা দাশগুপ্তর 'ক্রিসক্রস' ছবিতে দেখা যাবে জয়াকে। ছবি- জয়া আহসানের ফেসবুক সৌজন্যে

আরও পড়ুন, ক্রিসক্রস: পাঁচ টলিকন্যাকে নিয়ে পর্দায় বিরসা দাশগুপ্ত

বিরসা দাশগুপ্তের পরবর্তী ছবি ক্রিসক্রসে অভিনয় করছেন জয়া। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনি ছবিতে অভিনয়ের জেরে এ বাংলার দর্শকেরও মন জয় করেছিলেন তিনি। এরপর টলিউডে আর পিছন ফিরে তাকাতে হয়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।

jaya ahashan