Durga Puja 2025-Ayan Mukherji: হারিয়েছেন কাছের মানুষকে, এবার দুর্গাপুজোয় মন খারাপ 'মুখুজ্জে পুত্র' অয়নের

Durga Puja 2025-Ayan Mukherji: ভিন রাজ্যের পুজোর মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো। রানী মুখপাধ্যায়ের বাড়ির পুজো হিসেবেই সেটিকে চেনেন সকলে।

Durga Puja 2025-Ayan Mukherji: ভিন রাজ্যের পুজোর মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো। রানী মুখপাধ্যায়ের বাড়ির পুজো হিসেবেই সেটিকে চেনেন সকলে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ayan

কী বলছেন অয়ন?

আসন্ন দুর্গোৎসব। বাঙালি সারাবছর অপেক্ষায় থাকেন এক কয়েকটা দিনের। শুধু তাই নয়, তাঁরা আনন্দে মেতে ওঠেন পরিবার-পরিজনদের সঙ্গে। আর পুজো মানে শুধু বাংলা না। বরং, সারা দেশে এর উদযাপন চোখে পড়ে। ভিন রাজ্যের পুজোর মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো। রানী মুখপাধ্যায়ের বাড়ির পুজো হিসেবেই সেটিকে চেনেন সকলে। 

Advertisment

তবে, গতবছর মুখুজ্জে পরিবারের দুই কিংবদন্তি চলে গিয়েছেন না ফেরার দেশে। দেব মুখোপাধ্যায় অর্থাৎ অয়ন মুখোপাধ্যায়ের বাবা, যিনি এই পুজোয় ভীষণ সক্রিয় ছিলেন। দাঁড়িয়ে থেকে পুরো পুজোটা করাতেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে ভাইজিদের সঙ্গে খোশমেজাজে দেখা যেতেই বিতর্কের মুখেও পড়তেন। তবে! আজ সেই মানুষটা আর নেই। তাই তাঁকে মনে করেই পুজোর আগে মন খারাপ অয়নের। এক সাংবাদিক বৈঠকে বাবার চলে যাওয়া ঘিরেই স্পর্শকাতর হয়ে উঠলেন তিনি। কী বলছেন অয়ন?

Zubeen Garg Demise: শারীরিক অবস্থা ভাল ছিল না জুবিনের? প্রয়াত গায়ককে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন সুরকার

Advertisment

বাবাকে হারিয়েছেন। তাই এবছর মা-কে বাড়িতে নিয়ে আসা খুব একটা আনন্দের না। অয়ন মুখোপাধ্যায় ছাড়াও বাড়ির সকলেই এবার বীশ ভারাক্রান্ত। অয়নকে সঙ্গ দিলেন, তাঁর তুতো বোন তানিশা। অয়ন বলছেন... 

"এবছরটা একেবারে অন্যরকম। কারণ, এই বিষয় বা বদলটা ভুলে গেলে চলবে না যে বাবা নেই। তাই এইবছরটা মা-কে নিয়ে আসা একেবারেই আলাদা। আমাদের সকলেই মন থেকে বিষণ্ণ। শেষ ১০-১৫ বছর বাবা সবটা নিজে হাতে করত। খুব প্যাশেনেট ছিলেন উনি এই বিষয়ে। তবে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দায়িত্ব নিয়ে এগিয়ে কাজটা করছে।  সামনে এগিয়ে এসেছে তাঁরা। আমি একটু পেছনেই সরে থাকব। সবসময় মনে হবে যে বাবা আছে। কারণ, আমার দায়িত্ব এখন বেড়েছে।" 

বাবার দেখানো পথেই হাঁটছেন অয়ন। সাংবাদিক বৈঠকে পৌছনোর আগে পুজোর আয়োজন ঠিক করে হচ্ছে কিনা, সেটাই দেখতে গিয়েছিলেন। তবে, এবার যে মুখুজ্জে বাড়ির পুজোয় অনেকেই দেব-বাবুকে মিস করবেন একথা পরিষ্কার। 

Durga Puja 2025 Ayan Mukherji Entertainment News Today