Khakee The bengal Chapter: অ্যাক্টর ডিরেক্টর হিসেবে কাজ করে খুশি, ঈশ্বর যেদিন চাইবেন আবার পরিচালক হব: অয়ন সেনগুপ্ত

Ayan Sengupta As Actor Director: নীরজ পাণ্ডের আপকামিং সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রমোশনাল ভিডিও-তে পরিচালকের ভূমিকায় রয়েছেন অয়ন সেনগুপ্ত। ফের পরিচালক আসনে বসার দিন গুনছেন? স্টুডিওপাড়ায় যাতায়াত বাড়লে স্ট্রিট ফুডের ব্যবসা চালিয়ে যাবেন? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন অয়ন সেনগুপ্ত।

author-image
Kasturi Kundu
New Update
ঈশ্বর যেদিন চাইবেন আবার পরিচালক হব: অয়ন

ঈশ্বর যেদিন চাইবেন আবার পরিচালক হব: অয়ন

Ayan Sengupta In Khakee The bengal Chapter: বাংলার বেশ কিছু সফল ধারাবাহিকের পরিচালক হিসেবে কাজ করেছেন। কিন্তু, একটা সময় হাতে কোনও কাজ ছিল না। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে স্ট্রিট ফুডের স্টলেই ভরসা রেখেছিলেন অয়ন সেনগুপ্ত। ইন্ডাস্ট্রির কারও প্রতি ক্ষোভ না থাকলেও, টলিপাড়া বদলে যাওয়ার হতাশা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের কাছে প্রকাশ করেছিলেন। স্ট্রিট ফুডের এইব স্টল বেশ অল্পদিনের মধ্যেই বেশ পপুলার হয়ে উঠেছে।

Advertisment

এর মাঝেই ধীরে ধীরে অয়ন সেনগুপ্তের 'ঘর ওয়াপসি' হয়েছে। পরিচালকের ভূমিকাতেই আবার দেখা যাবে অয়নকে। তবে একটু অন্যভাবে, এবার তিনি 'অ্যাক্টর ডিরেক্টর'। হ্যাঁ, নীরজ পাণ্ডে পরিচালিত আপকামিং ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রমোশনাল ভিডিও-তে পরিচালকের ভূমিকায় রয়েছেন অয়ন সেনগুপ্ত। তাঁর নির্দেশনায় কাজ করছেন বাংলার 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়। 

নির্মেদ চেহারায় পুলিশের উর্দিতে দাদাগিরি ২২ গজের ক্রিকেট তারকার। প্রচারমূলক ছবির শুটিং হয়েছে বারুইপুরের বিনোদিনী স্টুডিও-তে। সৌরভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত অয়ন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাোইনকে টলিপাড়ার 'বিতাড়িত' পরিচালক অয়ন সেনগুপ্ত বলেন, 'প্রচণ্ড ব্যস্ততার মধ্যে শুটিং হয়েছে। তবে ওঁর মতো একজন পেশাদার ব্যক্তির সঙ্গে সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। দারুণ অভিজ্ঞতা। 'অ্যাক্টর ডিরেক্টর' হিসেবে আমার সঙ্গে দাদারই সবচেয়ে বেশি কথা হয়েছে। শুটিংয়ের বাইরে যেটুকু সময় পেয়েছেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন। গল্প করার কোনও সুযোগ হয়নি।' 

ইন্ডাস্ট্রি একটা সময় মুখ ফিরিয়ে নিয়েছে। এই সুযোগের জন্য কাকে ধন্যবাদ দেবেন? উত্তরে অয়ন বলেন, 'অভিনেতা নির্বাচক অনিমেষ বাপুলির জন্যই এটা সম্ভব হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যদি কোনওদিন কোনও সুযোগ হয় তাহলে আমাকে নিশ্চয়ই বলবেন। উনি কথা রেখেছেন।' 

Advertisment

পরিচালকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বাস্তবের অয়ন সেনগুপ্তকে মিস করেছেন? মন খারাপের হয়েছে?

খাকি ২ বেঙ্গল চ্যাপ্টারের প্রমোশনাল শুটের শুটিং করলাম। সেখানে শুটিং সিক্যোয়েন্সের দৃশ্যে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছি। মন খারাপের কোনও প্রশ্নই নেই। কারণ আমি কাজ করতে ভালবাসি। তা সে অভিনয় হোক বা নির্দেশনা। আমি তো অভিনেতা হতেই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। ঘটনাচক্রে পরিচালক হয়েছি। তাই এই কাজটা করে আমি খুশি। তাছাড়া আমি এই কাজটা করার আগে 'রোশনাই'-তে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছি। আসন্ন ধারাবাহিক 'তুই আমার হিরো'-তেও সেখানেও আমাকে পরিচালকের ভূমিকায় কাজ করছি। আপকামিং এই মেগায় আগে কাজ শুরু করেছি। তখন বিষয়টা প্রকাশ্যে আসেনি। খাকি ২-এর শুটিংয়ের পর চর্চা হচ্ছে (হাসি)। 

এবার তাহলে বাস্তবে অ্যাকশন-কাট বলার জন্য নতুন করে অপেক্ষার প্রহর গোনা?

সময়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছি। কোনও ক্যালকুলেশন বা প্ল্যানিং করছি না। যখন ঈশ্বর চইবে তখন হবে। তার আগে যা করছি সেটাই মন দিয়ে করব। গত দুদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। একদিন তুই আমার হিরো-র শুটিং, কাল খাকি ২-এর প্রমোশনাল শুট। আজ আবার দোকান খুললাম। 

লাইম-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার পুরোপুরি ব্যস্ত হয়ে গেলেও দোকান চালু রাখবেন?

অবশ্যই। আমার দুঃসময়ে এই দোকানই আমার ভরসা ছিল। এই টাকায় সংসার চলেছে। ছেলের টিউশনের টাকা দিয়েছি। তাই দোকান বন্ধের কোনও প্রশ্নই আসছে না। 

Sourav Ganguly jeet web series Netflix Khakee The bengal Chapter Ayan Sengupta