অভিনেত্রীদের মধ্যে ক্যট ফাইট হলে অভিনেতাদের মধ্যে কী হয়? তাকে কি বুল ফাইট বলা যায়? আয়ুষ্মান খুরানার জীবনে এমন দুই অভিনেতার কারণেই সাফল্য এসেছিল খুব দেরিতে।
রণবীর কাপুর এবং রণবীর সিংকে নিয়েই প্রকাশ্যে আলোচনা করেছেন আয়ুষ্মান। একেই কেরিয়ারেরর শুরুর দিকে, করণ জোহরের থেকে চরম মন্তব্য শোনার পর বেজায় আঘাত পেয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, "প্রতিটা যুগেই একজন দুজন করে অভিনেতা নিজেদের জায়গা করে নেয়। ২০১০ এর দিকে যখন রণবীর কাপুর এলেন, তখন একটা বদল ঘটল। বেশিরভাগ হিরো তখন ৩০, ৪০ পেরিয়েছে। রণবীর যখন বলিউডে পা রেখেছিল, তখন আমি ভাবতাম, এও চলে এল। আমি আর কী করব?"
আরও পড়ুন < বিয়েতে তিক্ত অভিজ্ঞতা, শ্বশুরবাড়ির লোকজনদের কাণ্ডে ভয়ঙ্কর রেগেছিলেন প্রিয়াঙ্কা! >
এদিকে, সেই সময়ের কাছাকাছি রিলিজ করেছিল ভিকি ডোনর। সম্পূর্ণ অন্য ধাঁচের এই ছবি সামাজিক বার্তা নিয়েই হাজির হয়েছিল। এবং কমার্শিয়াল এই ছবিকে বেশ পছন্দও করেছিলেন সকলে। এরপর এলেন রণবীর সিং। তখনও নিজেকে নিয়ে বেশ সন্দেহই হয়েছিল তাঁর। অভিনেতা বললেন, "রণবীর সিং আসার পরেও আমার মনে হয়েছিল যে কী আর করা যায়? আমিও সেই জন্য অপ্রচলিত কিছু স্ক্রিপ্ট বেছে নিয়েছিলাম যাতে কাজ করে।"
উল্লেখ্য, টিভিতে সঞ্চালক হিসেবে কাজ করতেন আয়ুষ্মান। তারপর সুজিত সরকারে নজরে আসেন তিনি। সেখান থেকেই প্রথম ছবিতে কাজের সুযোগ। তারপর 'অন্ধাধুন' ছবিতে জাতীয় পুরস্কার। এখন চুটিয়ে কাজ করতেই ব্যস্ত।