ফিল্ম ও টেলিভিনশন ইন্ডাস্ট্রির তারকারা, ডাক্তার, নার্স, জরুরী সেবায় নিয়োজিত মানুষ, পুলিশ এবং সেই সমস্ত মানুষ যাঁরা করোনাভাইরাসকে প্রতিহত করতে উদ্দত তাদের শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার আয়ুষ্মান খুরানা একটি কবিতা শোনালেন। করোনা যুদ্ধে 'সামনের সারির যোদ্ধা', যারা আমাদের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন তাদের স্যালুট জানালেন অভিনেতা।
'শুভ মঙ্গল সাবধান'অভিনেতা সামনের বিল্ডিং সিল হয়ে যাওয়ার গল্প শোনাতে শুরু করেছিলেন। আমরা যারা পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার কথা বলছি, তখন আয়ুষ্মান মনে করিয়ে দিয়েছেন এই পুরো বিষয়টা ''কালেকটিভ কর্মা অফ ইউম্যান কাইন্ড।''
আরও পড়ুন, লকডাউনে বাড়িতে বসেই তৈরি শুভজিতের করোনা র্যাপ ভিডিও
খুরানা তাঁর কবিতায় লিখেছেন, ''যাঁরা রাস্তা পরিস্কার করে, ময়লা তোলেন এবং জরুরী সামগ্রী পৌঁছে দেন প্রত্যেককে স্যালুট জানাচ্ছি। কিন্তু আমরা তাদের শ্রদ্ধা করি না। এই মানুষগুলোই তাদের সন্তানদের ছুঁতে পারছেন না, এই ভয়ে যদি তাদের মধ্যে ছড়িয়ে না যায়।''
আরও পড়ুন, কোয়ারেন্টাইন জীবন বাস্তবে কেমন, ভিডিও শেয়ার করলেন মিমি
এরপরে তিনি দেশের দরিদ্র মানুষদের কথা বলে। যখন সবকিছু ঠিক হয়ে যাবে, দয়া করে এই পেশার মানুষদের শ্রদ্ধা করুন। সিকিউরিটি গার্ডস, ডাক্তার, নার্স এবং পুলিশ অফিসার এরা প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আয়ুষ্মান বলেন, আমার মতো বলিউড হিরো কেবল নামমাত্র।
বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে কবিতা শেষ করেছেন আয়ুষ্মান। সামনের সারির যোদ্ধারা আমাদের জন্য লড়াই করছে, তাদের কাজ আরও কঠিন করে না তোলার আর্জি জানিয়েছেন অভিনেতা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন