Advertisment
Presenting Partner
Desktop GIF

'ইয়ে' নয় 'গে'! আসছে সমপ্রেমের ছবি, মুক্তি পেল ট্রেলার

আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল জাদা সাবধান' ছবির ট্রেলার মুক্তি পেল। এই ছবির মূল বিষয় সমপ্রেম এবং সমপ্রেমী বা সমকামীদের সম্পর্কে সমাজের মনোভাব। 

author-image
IE Bangla Web Desk
New Update
Ayushmann Khurrana starrer Shubh Mangla Zyada Saavdhan trailer released

মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ছবি: ট্রেলার থেকে

Ayushmann Khurrana: আয়ুষ্মান খুরানা-র 'শুভ মঙ্গল সাবধান' দেখেছেন যে দর্শক, তাঁরা অনেকদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন 'শুভ মঙ্গল জাদা সাবধান' ছবিটির জন্য। আগের ছবির মতোই এই ছবিরও মূল বিষয় হল প্রেম কিন্তু এখানে প্রেম দুই পুরুষের মধ্যে। আর সেই নিয়েই যত ঘটনার ঘনঘটা।

Advertisment

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার এবং ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে, কীভাবে আমাদের সমাজে 'গে' শব্দটি উচ্চারণ নিয়েও সংস্কার কাজ করে। আর সেখানেই আয়ুষ্মান পরিষ্কার করে দেন-- 'ইয়ে' নয় 'গে'।

আরও পড়ুন: হাতখরচের ২৮ হাজার টাকা দান করল জুহির ছেলে

সমপ্রেমীদের নিয়ে সাধারণভাবে একটা অশ্রদ্ধা রয়েছে সমাজে। ২০১৮ সালে ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারাটি রদ করে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এতদিন সমকামী সম্পর্ককে অবৈধ বা বেআইনি হিসেবে গণ্য করা হতো এদেশে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে এদেশে সমকামী সম্পর্ক, সমপ্রেমের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই সম্পর্ককে মান্যতা দেওয়ার পরেও সাধারণভাবে সমাজে এই সমপ্রেমী বা সমকামীদের নিয়ে যে ঘৃণা বা অসহিষ্ণুতা কাজ করে, তাকে বলা হয়  হোমোফোবিয়া। এই ছবির গল্পে সেই হোমোফোবিয়ার বিরুদ্ধেই লড়বে আয়ুষ্মান অভিনীত চরিত্রটি। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

এই ছবিতে আয়ুষ্মান খুরানা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন গজরাজ রাও, নীনা গুপ্তা, জিতেন্দ্র কুমার, মানবী গগরু ও আরও অনেকে। ছবির পরিচালক হিতেশ কেবল্য এবং ছবির প্রযোজনা করেছে টি সিরিজ। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ফেব্রুয়ারি।

bollywood Ayushmann Khurrana
Advertisment