প্রকাশ্যে সইফ আলি খানের নতুন ছবি বাজারের ঝলক

সেইফ আলি খান, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে, রোহন মেহরা অভিনীত এবং গৌরব কে চাওলা পরিচালিত ছবি বাজার। ২৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

সেইফ আলি খান, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে, রোহন মেহরা অভিনীত এবং গৌরব কে চাওলা পরিচালিত ছবি বাজার। ২৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুক্তি পেল বাজার ছবির ট্রেলার।

সম্প্রতি প্রকাশ্যে এল সইফ আলি খান এবং রাধিকা আপ্তে অভিনীত ছবি বাজারের ট্রেলার। তিন মিনিটের এই ঝলকে দেখা যাচ্ছে ব্যবসায়ী শাকুন কোঠারি, যিনি শুধুমাত্র টাকাই বোঝেন। তবে চিত্রাঙ্গদা সিং ছবিতে সইফ আলি খানের প্রেমিকার ভূমিকায়। আর এই মতবলবাজ ব্যবসায়ী সইফ আলি। ছবিতে সইফের চরিত্রের তত্ত্বাবধানে কাজ করেন রাধিকা আপ্তে। সইফের কর্মচারী বলা চলে। এই ছবিতে বিনোদ মেহরার ছেলে রোহন বিনোদ মেহরা ডেবিউ করছেন। ট্রেলারে দেখা যাচ্ছে রোহনের চরিত্র রিজওয়ান আহমেদ যেন বসের মনোযোগ পেতে চান যে কোনওভাবে।

আরও পড়ুন, ‘রুক রুক রুক’ গানে নিজেদের টুইস্ট দিলেন কাজল ও রাঘব সাচার

Advertisment

ছবির ট্রেলারে সইফের চরিত্র তার বন্ধুকে জিজ্ঞেস করেন, বিশ্বের সেরা ম্যারাথন রানারের নাম বল? যার কোনও উত্তর দিতে পারেন না তিনি। এরপর শাকুন জানতে চান, আর সেরা ১০০ মিটার রানার কে? বন্ধুটির জবাব আসে, ইউসেন বোল্ট। তখন সইফ বলে ওঠেন, ম্যারাথন রানারকে কেউ মনে রাখেনা। এর থেকেই বোঝা যায়, ছবিতে শাকুন তাড়াতাড়ি টাকা কামাতে চান, তাও সহজ উপায়ে।

Advertisment

লোভ আর ভালবাসাকে নিয়ে তৈরি এই ছবির প্লট। বাজারে পতৌদি নবাবকে দেখা যাবে টাকার লোভে ও নাটকীয় পাঞ্চ লাইনে দর্শকদের আর্কষিত করতে। বাজারের সূত্রেই আবার একসঙ্গে রাধিকা আপ্তে ও সইফ। এর আগে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ 'সেক্রেড গেমসে' একসঙ্গে দেখা গিয়েছে এই দুজনকে। ছবির সারাংশে বলা রয়েছে, বড়লোক হতে গেলে লাইন পেরোতে হয়, বাজার ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্কস।

বাজার ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান, চিত্রাঙ্গদা সিং, ডেনজিল স্মিথ, রাধিকা আপ্তে, অতুল কুলকার্নি এবং সৌরভ শুক্লা। ছবিটির পরিচালনা করেছেন গৌরব কে চাওলা। ছবির চিত্রনাট্য লিখেছেন নিখিল আদবানি, পারভেজ শেখ এবং অসীম আরোরা। বাজার মুক্তি পাবে ২৬ অক্টোবর।

bollywood movie