কমেডির আড়ালে প্রেমের গল্প 'বাবলি'

মিসড কলের চক্করে নাতি ও দাদুর সঙ্গে প্রেমের খেলায় মাতে বাবলি। আর এদিকে ভবেশবাবুর বাড়ির লোক দাদুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। এরপর কী হয়, সেটাই 'বাবলির' গল্প।

মিসড কলের চক্করে নাতি ও দাদুর সঙ্গে প্রেমের খেলায় মাতে বাবলি। আর এদিকে ভবেশবাবুর বাড়ির লোক দাদুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। এরপর কী হয়, সেটাই 'বাবলির' গল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিচালকদ্বয় ও চিত্রনাট্যকার দেবাশিষ ও পার্থ ডি মিত্রর ছবি 'বাবলি'। আদ্যপান্ত কমেডি হলেও প্রেমের ছবি তৈরি করছেন তিনি। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। মোট চারটি গান রয়েছে বাবলিতে। ছবিতে গান গেয়েছেন ইমন চট্টোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লগ্নজিতাও।

Advertisment

অনেকদিন অচিনপুরের বাইরে থেকে ফের গ্রামে ফিরে আসে বাবলি। মামার বাড়ির লোকেরা, বিশেষ করে তার দুই বোন, ভীষণ মজায় রয়েছে দিদি এখানে এসে থাকায়। বাবলির একটাই শখ, ছেলেদের ফোনে মিসড কল দেওয়া। কোনও ছেলে কল ব্যাক করলে তাকে প্রেমের জালে জড়িয়ে বোকা বানিয়ে মজা পায় সে। এদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েতে ডাক্তার ভবেশ দত্তর বেশ নাম ডাক। তবে ছেলে অয়নকে ডাক্তার তৈরি করার শখ পূরণ হয়নি। ছেলের সঙ্গে আবার দাদুর বন্ধুত্বের সম্পর্ক। ঘটনাচক্রে মিসড কলের চক্করে নাতি ও দাদুর সঙ্গে প্রেমের খেলায় মাতে বাবলি। আর এদিকে ভবেশবাবুর বাড়ির লোক দাদুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। এরপর কী হয় সেটাই ছবির গল্প।

publive-image ছবিতে দাদুর ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়। রযেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায় ও সুভদ্রা রায়।

Advertisment

পরিচালক পার্থ ডি মিত্র বলেন, "বাবলি ছবিটা করতে গিয়ে আমার প্রথম যেটা মনে হয়েছিল সেটা হল, এমন একটা ছবি আমাদের দরকার যা আট থেকে আশি একসঙ্গে দেখতে পারেন। তাই গল্প, চিত্রনাট্য, সংলাপ লেখার সময় আমি ভীষণ সজাগ ছিলাম। ছবি তৈরির সময়ও খেয়াল রেখেছি।"

publive-image বাবলি ছবির মিউজিক লঞ্চ

আরও পড়ুন, ‘ভিলেন’ অঙ্কুশ নজর কাড়লেন পোস্টারে

ছবির মুখ্য চরিত্রে নায়ক ঋদ্ধিশ এবং নায়িকা মিনাশ্রী, দুজনেই নতুন। এছাড়াও অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, তুলিকা বসুর মতো কলাকুশলীরা।

tollywood 9xmovies