Advertisment
Presenting Partner
Desktop GIF

Babul Supriyo: 'কাটমানি দিন উনাকে, থাকবেন তবে...', স্টেজে উঠে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়, তারপর?

Babul Supriyo News: তিনি নাকি মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে তিনবার বাই বলেছেন। তারপরেও তাঁকে স্টেজ থেকে নামতে দেওয়া হচ্ছে না, উল্টে বারবার ডেকে পাঠানো হচ্ছে। এতেই তিনি বললেন…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
babul সুপ্রিয়

Babul Supriyo News: কেন রেগে গেলেন বাবুল?

রেগে আগুন বাবুল সুপ্রিয়। কেন? কারণ একদিকে তাঁর ভক্তরা। বাবুল বলিউডের জনপ্রিয় গায়ক। তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু, কী এমন হল যে স্টেজের ওপরেই রাগ করতে শুরু করলেন তিনি?

Advertisment

বাবুলকে দেখা গেল তিনি আসামের একটি অনুষ্ঠানে স্টেজে উঠে গাইছেন। তারপর, সেখানে তিনি গাইতে গাইতে স্টেজ থেকে নেমে যাওয়ার সময় তাঁকে বারবার ডাকা হয়। বাবুল একটা সময় পর এতটাই রেগে যান, যে ফের স্টেজে পৌঁছে যান। কিন্তু, নিজের মেজাজ হারান। তারপর, বাবুল চিৎকার করতে শুরু করলেন...

তিনি নাকি মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে তিনবার বাই বলেছেন। তারপরেও তাঁকে স্টেজ থেকে নামতে দেওয়া হচ্ছে না, উল্টে বারবার ডেকে পাঠানো হচ্ছে। তিনি রেগে গিয়ে বলতে থাকেন, এক মিনিট, বারবার স্বনামধন্য গায়ক বাবুল সুপ্রিয়কে স্টেজে ডাকছেন আর কী করব আমি? এতবার যদি বাই বলতে থাকি, তাহলে না আমার বউও আমায় পাত্তা দেবে না।

আরও পড়ুন   -    Raj and Subhasree: জন্মদিনে পাত পেড়ে খেলেন শুভশ্রী, ইউভান-রাজের ভাইফোঁটা জমজমাট, ইয়ালীনি কেমন সাজল? 

শিল্পীর এই কথা শুনে হেসে খুন তাঁর সামনে উপস্থিত ভক্তরা। হাসির রোল উঠল সঙ্গে সঙ্গেই বাবুল তাঁদের থামিয়ে দিয়ে বললেন, আরে শোনো তো, উত্তেজিত হবেন না।" সঞ্চালকের উদ্দেশ্যে তিনি জানান, আমি বলছি যে আপনার যদি আরও গান শোনার থাকে তাহলে আমার অনুষ্ঠান শেষে আসুন, আপনাকে দশ বারোটা গান শুনিয়ে দেব। কিন্তু... এখন এতবার কী?

পরবর্তীতে সেই সঞ্চালক জানান, আমরা আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। এতেও যেন আরও রেগে গেলেন বাবুল। তাঁর কথায়, তো হ্যাঁ! নিন...সেটা বলবেন তো। আমি স্টেজ থেকে গাইতে গাইতে বেরিয়ে যাব এটাই তো স্বাভাবিক।  সেটা বলুন, বারবার আমার নাম ধরে স্টেজে ডাকলে হল? এদিকে, বেশিরভাগ বাবুলকে সঙ্গ দিয়েছেন সমাজ মাধ্যমে।

তাঁরা বেশিরভাগ বললেন, আপনারা কী আশা করেছিলেন? একজন শিল্পীর কাছে? বারবার তাঁকে আপনারা যা বলবেন, সেটাই শুনতে হবে? কেউ বললেন, উনি তো ভুল কিছু বলেননি। আবার কেউ খোরাক করে বললেন, "উনাকে কাটমানি দিন, তাহলে থাকবেন।

tollywood tollywood news Babul Supriyo
Advertisment