Advertisment

Badhaai Ho Box Office Collection: কেমন হবে বাধাই হো-র বক্স অফিস ভাগ্য, জেনে নিন

Badhaai Ho Movie Box Office Collection: ফের সিলভার স্ক্রীনে ফিরছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ছবির নাম বাধাই হো। ছবিতে আয়ুষ্মান খুরানার পাশাপাশি রয়েছেন শান্যা মালহোত্রা, নীহা গুপ্তা, গজরাজ রাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Badhaai Ho Bollywood Movie Box Office Collection

Badhaai Ho Box Office Collection: আন্ধাধুনের পর ফের সিলভার স্ক্রীনে ফিরছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ছবির নাম 'বাধাই হো'। ছবিতে আয়ুষ্মান খুরানার পাশাপাশি রয়েছেন শান্যা মালহোত্রা, নীহা গুপ্তা, গজরাজ রাও। একটি পরিবারের এক সদস্যের অপ্রত্যাশিত গর্ভধারণের গল্প নিয়েই তৈরি অমিত রভিন্দরনাথ সিং পরিচালিত এই ছবি। একই দিনে অর্থাৎ আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত 'নমস্তে ইংল্যান্ড' ছবিটিও। তবে মনে করা হচ্ছে, বক্স অফিসে বেশি ভাল ফল করবে 'বাধাই হো'।

Advertisment

ছবির বক্স অফিস প্রসঙ্গে ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহার বলেন, "বাধাই হো কমেডি ছবি, এবং পাশাপাশি অন্যান্যদের চেয়ে এই ছবির ট্রেলারও বেশি প্রভাবিত করেছে দর্শকদের, যা ছবি দেখার আগ্রহ আরও অনেকটা উসকে দেবে বলেই আশা করা যায়।" তিনি আরও বলেন, প্রথম দিনেই ৬-৭ কোটির ঘর ছুঁতে পারে ছবিটি। 'নমস্তে ইংল্যান্ড'-কে ছাপিয়ে যেতে পাবে 'বাধাই হো', অন্তত এমনটাই মনে করছেন গিরিশ।

আরও পড়ুন: ‘মির্জাপুর’ ছবিতে গুড্ডু পন্ডিতের ভূমিকায় আলি ফজল

উল্লেখ্য, দশেরার ছুটির কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে দুই ছবিরই মুক্তির তারিখ। শুক্রবারের বদলে বৃহস্পতিবার অর্থাৎ আজ মুক্তি পেয়েছে 'নমস্তে ইংল্যান্ড' এবং 'বাধাই হো'। করণ জোহার মনে করছেন, যেহেতু বৃহস্পতিবার দশেরার ছুটি রয়েছে, সে কারণে দর্শকদের ভীড়ের একটা বড়ো অংশ ছবির বক্স অফিসে ভাল প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, "ইদানিং দর্শকরা মুখের কথায় কিছু বিশ্বাস করেন না। এমনকী স্টার পাওয়ারও না, দর্শকরা শুধু গল্পের সঙ্গে অভিনেতা অভিনেত্রীর মেলবন্ধন কেমন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে সেটাই দেখতে পছন্দ করেন।"

'বাধাই হো' নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক অমিত রভিন্দরনাথ সিং জানান, "আমি সবসময় একটা কমেডি ছবি বানাতে চাইতাম, যাই হোক, একটা এমন ঘটনা-নির্ভর কমেডি ছবি বানানোর ভাবনা ছিল বহুদিনের। আশা করি ট্রেলারে অনেকটাই আন্দাজ করতে পেরেছেন দর্শকরা। দর্শকদের হাসানোর জন্য আমারা আলাদা করে কোনও ডায়ালগ লেখার চেষ্টা করিনি, ছবিতে দেখানো পরিস্থিতিই দর্শকদের হাসাবে।"

প্রসঙ্গত, গত দু সপ্তাহ ধরেই বক্স অফিস মাতাচ্ছে শ্রীরাম রাঘবন পরিচালিত আন্ধাধুন। পাশাপাশি গত সপ্তাহে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ছবি, 'হেলিকপ্টার ইলা', 'ফ্রাইডে', 'টুম্বাড়', 'জালেবি'। তবে প্রতিটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি কোনও ছবিই। এমনকী ১০ কোটিরও সীমা ছোঁয়নি এই ছবিগুলো। তবে আয়ুষ্মান অভিনীত 'বাধাই হো' দর্শকদের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার।

Read the full story in English

bollywood movie
Advertisment