Advertisment

আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি কমেডির মোড়কে জীবনের বিচিত্র ঝলক

আয়ুষ্মান খুরানা ও সানিয়া মালহোত্রার ছবি 'বধাই হো'-র ট্রেলারেই বোঝা গেল আদ্যোপান্ত কমেডি ছবি এটি। 'বধাই হো' মুক্তি পাচ্ছে ১৯ অক্টোবর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিচিত্র কমেডি ছবি আয়ুষ্মান খুরানার 'বধাই হো'।

আয়ুষ্মান খুরানা আর সানিয়া মালহোত্রা অভিনীত 'বধাই হো' ছবির ট্রেলার রিলিজ হল মঙ্গলবার। সেখানেও সাবলীল অভিনয় করে মুগ্ধ করেছেন অভিনেতা। ট্রেলার দেখেই মনে হবে, বিচিত্র স্বাদের কমেডি ছবি এটি। ছবিতে নীনা গুপ্তা আয়ুষ্মান খুরানার মা। যিনি গর্ভবতী হয়ে পড়েন। সমস্ত ঘটনার সূত্রপাত সেখান থেকেই। পরিবার ও সমাজে বহু প্রশ্নের মুখে পড়তে হয় আয়ুষ্মান ও তাঁর পরিবারকেও।

Advertisment

সানিয়া মালহোত্রাকে ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায়। নীনা গুপ্তা ছাড়াও ছবিতে রয়েছেন সুরেখা সিকরি, গজরাজ রাও ও শীবা চাড্ডার মতো কলাকুশলীরা। আর পরিচালনার গুরুভার সামলেছেন অমিত রবিন্দরনাথ। এই কমেডি ছবির চিত্রনাট্যকার শান্তনু শ্রীবাস্তব ও অক্ষত ঘিদলিয়াল। সব মিলিয়ে বেশ মার্জিত কাস্ট নিয়েই তৈরি হয়েছে বধাই হো।

ছবির ট্রেলার টুইট করে আয়ুষ্মান খুরানা লেখেন, ''দেখে নাও সবাই! খুশির খবর জানার ছিল না?''

টুইট করেছেন ছবির মুখ্য চরিত্র সানিয়া মালহোত্রাও

আরও পড়ুন, সলমন-সোনাক্ষীর দাবাংয়ের পরের কিস্তি সামনের বছর

তবে 'বধাই হো' ছাড়াও, সামনেই রয়েছে আয়ুষ্মানের ছবি শ্রীরাম রাঘবনের 'অন্ধাধুন' এবং সানিয়া মালহোত্রা দেখা দেবেন বিশাল ভরদ্বাজের 'পটাকা' ছবিতে। 'বধাই হো' মুক্তি পাচ্ছে ১৯ অক্টোবর।

Ayushmann Khurrana bollywood movie
Advertisment