অরুণ রায় যখন হাসপাতালে ভর্তি, তখন খাদান ঝড়ে মোহিত বাংলা। কিন্তু, দেব তিনি তাঁর কাছের মানুষদের জন্য সবসময় এগিয়ে যান। আর তাঁর বাঘা যতীনের পরিচালকের জন্য এটুকু করবেন না, তাও আবার হয় নাকি? খাদানের হল ভিজিট ছেড়ে দেব আরজি করে তাঁকে দেখতে গিয়েছিলেন।
আর আজ যখন অরুণ বাবু আর নেই, তখন তাঁর বন্ধুর জন্য মন কাঁদবে না? দেবের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল মধুর। খুনসুটির, ভালবাসার, এবং অনেকটা বন্ধুত্বের। আজ কাছের বন্ধুকে হারিয়ে, ভেঙে পড়েছেন দেব। তাঁর সঙ্গে সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। বন্ধুকে তুলনা করেছেন বহুমুল্য কএ ধাতুর সঙ্গে।
আজ ইন্ডিয়ান এক্সপ্রেস বাঙলা যখন বাঘা যতীন ছবির আরেক সদস্য সুদীপ্তা চক্রবর্তীকে ফোন করেছিলতিনি জানিয়েছিলেন, দেব যেদিন দেখতে গিয়েছিল, সেদিন অরুণ দা অনেক কিছু বলেছিলেন। ঠিক করে কথা বলতে পারছিলেন না, কিন্তু, লিখে লিখে ইশারায় দেবকে বুঝিয়েছিলেন, এখনও ছবি করা বাকি। সেই মানুষটা আজ চলে যাওয়াতে দেবের মন ভারাক্রান্ত।
আরও পড়ুন - Rukmini On Arun Roy: 'না ছেড়ে গেলেই পারতে', অরুণ রায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে শ্রদ্ধাজ্ঞাপন 'বিনোদিনী' রুক্মিণীর
অভিনেতা সমাজ মাধ্যমে লিখছেন, "অনেক তাড়াতাড়ি হয়ে গেলো বন্ধু…"। বাঘা যতীনের শুটিং শেষ হওয়ার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। ছবির প্রোমোশনে সেভাবে তাঁকে দেখা যায়নি। এমনকি, রীর খারাপ নিয়ে কথাও বলতে চাইতেন না তিনি। বরং, উদ্যম নিয়ে কাজ করতেন। একজন ভীষণ দূরদর্শী পরিচালককে হারালেন দেব। তাই তো, তাঁকে তুলনা করলেন, ২৪ ক্যারেট খাঁটি সোনার সঙ্গে।
উল্লেখ্য,বইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা দেবের আপ্তসহায়কের সঙ্গে। তিনি জানান, অরুণ রায়কে অবশ্যই শেষবারের মতো দেখতে যাবেন দেব। তবে আরজি করে যাবেন না। দেহ বাড়িতে এলে সেখানে শ্রদ্ধা জানাবেন তিনি।