Rukmini Tribute To Arun Roy: বৃহস্পতিবারই সব শেষ। ২ জানুয়রি নতুন বছরের শুরুতেই সকলকে ছেড়ে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুণ রায়। আরজি কর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অরুণ রায়ের মৃত্যতে শোকস্তব্ধ টলিউড। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়েছেন। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অরুণ রায়।
ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। বাঘা যতীন ছবিতে অরুণ রায়ের সঙ্গে কাজ করেছিলেন দেব। তিনিও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন। এবার প্রয়াত পরিচালকের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণা করলেন রুক্মিণী।
সোশ্যাল মিডিয়া পোস্টে রুক্মিণী লেখেন, 'হিরো তোমাকে আমরা চিরদিন ভালবাসব। তুমি তো একজন যোদ্ধার মতোই লড়াই করেছ। সব কটা কথা রাখব অরুণ দা। এটা প্রমিস। তোমার একমাত্র হিরোইন এই কথা দিল। ওকে। সত্যি বলি, না ছেড়ে গেলেই পারতে। ওকে। আমি তোমাকে ভালবাসি।'
মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। দুচোখে অনেক স্বপ্ন নিয়েই চলে গেলেন অরুণ রায়। ক্যানসারের সঙ্গে সর্বদা লড়াই করেছেন। অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে কাজের প্রতি তাঁর একগ্রতাকে কুর্নিশ জানিয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
'আসবো ফিরে আজ আসি'-এভাবেই সোশ্যাল মিডিয়ায় অরুণ রায়ের একটি সাদা কালো ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছে দেবের প্রযোজনা সংস্থা। প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ক্যাপশনে লেখা, 'আমাদের সকলের প্রিয় পরিচালক অরুণ রায়ের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খুব দুঃখের সঙ্গে এই খবর সকলকে জানাচ্ছি। তাঁর মতো একজন গুণী পরিচালক, যার কাজের প্রতি একাগ্রতা ছিল, গল্প বলার যে ধরন, ক্রিয়েটিভিটি আমাদরকে আজীবন অনুপ্রাণিত করবে। ওঁর চলে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি। সিনেমাজগতের কাছে এই ক্ষতি অপূরণীয়। তোমার আত্মার শান্তি কামনা করি অরুণ দা।'
প্রসঙ্গত, এই মুহূর্তে রুক্মিণী তাঁর নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র প্রথম পর্বের শ্যুটিং শেষ করেছেন। আগামী ২৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রুক্মিণীর আরও এক নতুন ছবি 'নটী বিনোদিনী'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনীর নামে। এই খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পেজে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছিলেন পর্দার বিনোদিনী।
তিনি লেখেন, 'দিদি এই সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একজন মহিলাকে তাঁর যোগ্য সম্মান দিয়ে ১৪০ বছরের দীর্ঘ লড়াইকে সফল করলেন। নারী জাতির জয়। আপনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। এক নারীর উত্থানে অন্য নারীর উল্লেখযোগ্য ভূমিকার এক আদর্শ উদাহরণ! বিনোদিনীর টিমের তরফে এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ।'