/indian-express-bangla/media/media_files/2025/10/27/dev-2025-10-27-15-31-54.jpg)
আর কী কী ছবি রিলিজ করছে?
Bengali Cinema-IMPAA: বাংলা ছবির পাশে দাঁড়ানো কিংবা বাংলা ছবি যাতে ভাল ব্যবসা পায়, সেই খাতিরে নানা কিছু করা হয়ে থাকে। এমনকি, হিন্দি ছবির চাকচিক্যের মাঝে যাতে বাংলা ছবি চাপা না পড়ে যায়, সেই কারণেই জানানো হয়েছিল, প্রতিটা বাংলা ছবিকে দিতেই হবে প্রাইম টাইম। যাতে সিনেমা ব্যবসায় বাংলা ছবি বিপদে না পড়ে, সেই কারণেই এমনটা জানানো হয়।
এদিকে, গতকাল ফেডারেশন এবং ইম্পার যৌথ উদ্যোগে বেশ কিছু জানানো হয়েছে। শোনা যাচ্ছে, সব বাংলা ছবিই যাতে লাভের মুখ দেখতে পারে, সেকারণে নির্দিষ্ট সময়েই ভাগ করে সিনেমা রিলিজ করবে। আসন্ন বড় রিলিজ রয়েছে অনেকগুলি ছবিই। এবং সারাবছর ধরে পার্টে পার্টে ছবি মুক্তি পেলে যে অনেকটাই সুবিধা হবে, একথাও অস্বিকার করার নয়। এই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হল ইম্পার সদস্য পিয়া সেনগুপ্তকে। তিনি কী জানালেন?
Hrithik Roshan-Jackie Chan: ভাঙা হাড়-ই অনুপ্রেরণা? আইডল-কে পাশে পেয়েই গড়গড় করে সত্যি কথা বলে দিলেন হৃতিক!
সত্যিই কি বছরের কে কোন সময় ছবি রিলিজ করবেন, সেই নিয়ে আলোচনা হয়েছে? তাহলে কি নিজেদের লাভ দেখেই এমনটা ভাবনা-চিন্তা করেছেন তাঁরা? পিয়া জানালেন, সেটা প্রযোজকরা যা আলোচনা করবেন। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়নি। তবে, যেটা মিটিং -এ আলোচনা হয়েছে, সেটা হল এই বড়দিনে কী কী ছবি মুক্তি পাচ্ছে। ৫টা ছবি মুক্তি পাওয়ার কথা চলছিল। সেখানে এবার নাকি তিনটে ছবি রিলিজ করবে। আর কী কী জানা গেল?
তাঁর কথায়, সাধারণত, এসভিএফ- এর তরফে দুটি রিলিজ হওয়ার কথা ছিল। সেখানে একটাই রিলিজ হবে। ওরা আজকে জানাবে যে কোনটা রিলিজ করতে চলেছে। এছাড়া অতনু রায়চৌধুরীর প্রজাপতি ২ রিলিজ করবে। আর সুরিন্দর ফিল্মসের একটা ছবি রিলিজ করবে।" যদিও জানা যাচ্ছে, বাকি সামনের বছর রিলিজ করতে পারে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। এবং সুত্রের খবর সামনের বছর বড় রিলিজ হতে পারে স্বাধীনতা দিবসে। কারণ, তাঁর আগেই রয়েছে নির্বাচন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us