/indian-express-bangla/media/media_files/2025/10/27/hri-2025-10-27-13-41-37.jpg)
যা যা বলতে শোনা গেল...
Hrithik Roshan-Jackie Chan: এমনকি সুপারস্টাররাও যখন তাঁদের আইডলদের সামনাসামনি আসেন, তখন তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সম্প্রতি বলিউড অভিনেতা হৃতিক রোশনও এমনই এক মুহূর্তের সাক্ষী হলেন, যখন তিনি তাঁর আদর্শ ও কিংবদন্তি মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন। অভিনেতা ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন, জ্যাকিকে ছবিতে দুঃসাহসিক স্টান্ট করতে দেখে তিনিও একসময় নিজের হাড় ভেঙেছিলেন।
ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের এক হোটেলের বাইরে দু’জন তারকা একসঙ্গে পোজ দিচ্ছেন। হৃতিক সাদা পোশাকে — সাদা জিন্স, জ্যাকেট ও টুপি পরে হাজির হয়েছেন, অন্যদিকে জ্যাকি চ্যান নীল ট্র্যাকস্যুট, ম্যাচিং টুপি ও জুতোয় বেশ স্পোর্টি লুকে ধরা দিয়েছেন। ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, “স্যার, আপনার সঙ্গে দেখা করে সত্যিই আনন্দিত। আমার ভাঙা হাড়গুলো এখন আপনার ভাঙা হাড়গুলোর দিকে তাকিয়ে আছে! চিরকাল আপনার অনুরাগী রইলাম।”
সিনে ইন্ডাস্ট্রি হারাল এক প্রজন্মের আদর্শ মা, অভিনেত্রীর প্রয়াণে চোখে জল ভক্তদের
পোস্টটি শেয়ার হতেই সহ-অভিনেতা ও ভক্তদের ভালোবাসায় ভরে যায় কমেন্ট সেকশন। দিশা পাটানির বোন খুশবু পাটানি হৃদয় ইমোজি দিয়ে লিখেছেন “জ্যাকি!”, আর হৃতিকের ‘ওয়ার’ ছবির সহ-অভিনেতা টাইগার শ্রফ, যিনি নিজেও জ্যাকির বিশাল ভক্ত, মন্তব্য করেছেন “কি আগুন”।
জ্যাকি চ্যানের সঙ্গে বলিউডের সম্পর্কও দীর্ঘদিনের। ২০১৭ সালের ‘কুং ফু যোগা’ ছবিতে তিনি অভিনেতা সোনু সুদের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন, যেখানে দিশা পাটানি ও আমিরা দস্তুরও অভিনয় করেন। এছাড়া, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মিথ’ ছবিতে চ্যানের সঙ্গে দেখা গিয়েছিল মল্লিকা শেরাওয়াতকে।
Salman Khan: আদৌ কি সলমন খানকে সন্ত্রাসবাদী বলেছে পাকিস্তান? জানুন আসল ঘটনা
বর্তমানে হৃতিক যুক্তরাষ্ট্রে তাঁর বান্ধবী সাবা আজাদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। কিছুদিন আগেই তিনি দু’জনের একটি শীতকালীন ছবি শেয়ার করে লিখেছিলেন, “শীতের সকালে হাঁটার মতো কিছুই নেই!” হৃতিক প্রায়ই শুটিংয়ের সময় আঘাত পেয়ে থাকেন। সম্প্রতি ‘ওয়ার ২’ ছবির সেটে তাঁর পায়ে চোট লেগেছে। ২০১৩ সালে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং চলাকালীন তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারও করতে হয়েছিল। অন্যদিকে, জ্যাকি চ্যান তাঁর ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার স্টান্ট করতে গিয়ে হাড় ভেঙেছেন, মাথায় আঘাত পেয়েছেন, এমনকি মেরুদণ্ডেও ক্ষতি হয়েছে।
কাজের দিক থেকে, হৃতিক রোশন এখন তাঁর প্রযোজনা সংস্থা “স্টর্ম”–এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে ডেবিউ করার প্রস্তুতি নিচ্ছেন। প্রাইম ভিডিওর জন্য তৈরি এই সিরিজে দেখা যাবে পার্বতী তিরুভোথু, আলায় এফ, সাবা আজাদসহ আরও অনেক প্রতিভাবান অভিনেতাকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us