Pori Moni: গা রি রি করার মতো ঘটনা, রাগে ক্ষোভে ফাঁসির দাবি পরীমণির

Bangladeshi Actress Pori Moni: ফের একবার তিনি শাস্তি দাবি করেছেন। দীর্ঘ অনেকটা সময় ধরেই তিনি শাস্তি প্রার্থনা করেছেন বহু মানুষের। যারা তাঁর হাত ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের অনেকের উদ্দেশ্যে নানা ধরণের মন্তব্য এবং পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।

Bangladeshi Actress Pori Moni: ফের একবার তিনি শাস্তি দাবি করেছেন। দীর্ঘ অনেকটা সময় ধরেই তিনি শাস্তি প্রার্থনা করেছেন বহু মানুষের। যারা তাঁর হাত ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের অনেকের উদ্দেশ্যে নানা ধরণের মন্তব্য এবং পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 pori moni recent updates

Pori Moni: কেন রেগে আগুন নায়িকা?

Pori Moni-Bangladesh: আবার কী হল পরীমণির জীবনে? তিনি কি বিতর্ক ছাড়া থাকতে পারেন না? নাকি তাঁর জীবনে নানা ধরনের সমস্যা লেগেই আছে? এমনিও ঠোঁটকাটা মানুষের জীবনে সমস্যার শেষ থাকে না। পরীর জীবনে ঠিক তাই ঘটে। অভিনেত্রী, যেকোনও বিষয়েই মন্তব্য করেন। এবারও ব্যতিক্রম না। এমনিও তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর না। কিছুদিন আগেও তাঁকে থানা পুলিশ করতে হয়েছে।

Advertisment

কিন্তু, ফের একবার তিনি শাস্তি দাবি করেছেন। দীর্ঘ অনেকটা সময় ধরেই তিনি শাস্তি প্রার্থনা করেছেন বহু মানুষের। যারা তাঁর হাত ছেড়ে চলে গিয়েছেন। যারা তাঁকে একলা কষ্ট পেতে ছেড়ে দিয়েছেন, তাঁদের অনেকের উদ্দেশ্যে নানা ধরণের মন্তব্য এবং পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, রাজের সঙ্গে বিচ্ছেদের আগে বহুবার হাসপাতাল বাড়ি পর্যন্ত করতে হয়েছে তাঁকে। হাতাহাতি এমন জায়গায় পৌঁছায় যে রক্তপাত পর্যন্ত হয়। সব ছেড়ে পরী এখন অনেকটাই পরিণত। কিন্তু, অন্যায় দেখলে একেবারেই সহ্য হয় না তাঁর। তাই তো, অন্যায় দেখে রীতিমতো চমকে উঠলেন, এবং শাস্তি দাবি করলেন।

আরও পড়ুন  -  Celebs Died Early: কেউ নিজেই নিজের প্রাণ নিলেন, কেউ চলে গেলেন রোগে, এই তারকাদের পথ চলা থামল অল্প বয়সেই, কাঁদল গোটা দেশ... 

Advertisment

অন্যায়ের সঙ্গে সঙ্গে অবলা প্রানীর ওপর অত্যাচার তাঁর একেবারেই পছন্দ না। একটি ভিডিও শেয়ার করলেন পরী। যা দেখলে গা ঘিন ঘিন করে উঠবে। রাগের চোটে অনেকেই ফেটে পড়তে পারেন। এখানেই শেষ না। অভিনেত্রী যে ভিডিও শেয়ার করলেন, সেখানে দেখা যাচ্ছে রাস্তায় দিব্যি আরামে শুয়ে আছে একটি সারমেয়। এবং ইচ্ছে করেই এক ড্রাইভার তাঁর চার চাকা দিয়ে অবলা প্রাণীটিকে পিষে দেয়। ব্যথায় যন্ত্রণায় সে কিছুক্ষণ পর মারা যায়। সারমেয় বলে কি তাঁর কষ্ট নেই? সারমেয় বলে কি তাঁর প্রাণের মূল্য নেই। এপার বাংলায় যদিও বা তারকারা বারবার এই নিয়ে আওয়াজ তোলেন। তাঁদের সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে নানা কথা বলেন।

এমনকি, এই নিয়ে ছবিও বানিয়েছেন তথাগত মুখোপাধ্যায়। কিন্তু এহেন একটি ভিডিও দেখে পরী যেন নিজেকে থামিয়ে রাখতে পারলেন না। তাই তো তিনি সমাজ মাধ্যমে লিখলেন, এদের শাস্তি হয় না? এদের ফাঁসি হয় না কেন?" অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এদের শাস্তি ঈশ্বর দেবেন, আবার কেউ বলে দিলেন, অপেক্ষা করছে এদের জন্য সব খারাপ কিছু।

Actress Pori Moni Pori Moni