Bollywood celebs who died early: মৃত্যুর মত কঠিন বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়া নেহাতই সহজ কাজ না। তাঁর থেকেও বড় কথা, প্রিয় তারকা যদি হঠাৎ করেই চলে যান, এবং তাঁদের মৃত্যু রহস্যই থেকে যায়, তাহলে কিন্তু বেশ চাপ পরে সকলের মনের ওপর। বলিউডে এহেন তারকা কম নেই। যাদের মৃত্যু গোটা দেশকে ভীষণ হতবাক করেছিল। এই মানুষটা যে চলে যেতে পারেন, তাও এভাবে, কেউ ভাবতেও পারেননি।
নায়ক থেকে নায়িকা, কিংবা শিল্পী - তারকাদের রহস্যমৃত্যু সবসময় টক অফ দ্যা টাউন। কিন্তু, তাঁদের চলে যাওয়া ভক্তদের ওপর দারুণ প্রভাব ফেলে। আবার বেশ কিছু প্রশ্নও তোলে। বলিউডের এমন সব তারকার কথা কি মনে আছে আপনার? এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের।
দিব্যা ভারতী: ১৯ বছর বয়সী এই নায়িকার মৃত্যু যেন শোকের ছায়া ফেলে দিয়েছিল গোটা দেশে। যেমন সুন্দরী ছিলেন, ঠিক তেমনই দারুণ অভিনেত্রী ছিলেন। শুধু তাই নয়, তাঁর রূপের আগুনে মজেছিল গোটা দেশ। জানা যায়, তিনি নাকি ফ্ল্যাটের বারান্দা থেকে মদ্যপ অবস্থায় পড়ে যান, যেকারনে মৃত্যু হয় তাঁর। যদিও, অনেকেই তাঁর স্বামীকে এক্ষেত্রে দায়ী করেন।
আরও পড়ুন - Soha Ali Khan: 'আপনি কেমন মুসলিম?' হিন্দু বাড়ির বউ সোহাকে ধর্ম নিয়ে …
সুশান্ত সিং রাজপুত: এই তারকার মৃত্যু আলোড়ন ফেলে দিয়েছিল। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এরপরই শুরু হয় বলিউড ক্লিনিং প্রসেস। তাঁর মৃত্যুতে মহেশ ভাট থেকে রিহা চক্রবর্তী সকলকে অভিযুক্ত করা হয়। তাঁর মৃত্যু কাঁদিয়ে ছেড়েছিল গোটা দেশকে।
জিয়া খান: এই নায়িকার মৃত্যও প্রশ্ন তুলেছিল। বিশেষ করে সুরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর সম্পর্কের জেরেই যে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু, সেসব আজ অতীত। জিয়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন - Suchitra sen Autograph: সিগারেটের খালি প্যাকেট তুলে অটোগ্রাফ সুচিত্রা…
সিদ্ধার্থ শুক্লা: সেই সকালের কথা কেউ ভোলেননি। বিগ বস জয়ী এই মানুষটা হঠাৎ করেই চলে গেলেন। সিদ্ধার্থ শুক্লা হার্ট অ্যাটাকে মারা যান। তারপর যেন বাজ ভেঙে পড়ে সকলের মাথায়। শুধু তাই নয়, তাঁর মৃত্যুতে যে আবার একবার ক্ষতি জয় বলিউডের, সেকথাও প্রমাণ মেলে।
প্রত্যুষা বন্দোপাধ্যায়: বালিকা বধূ খ্যাত এই অভিনেত্রীর পরিবারের অভিযোগ ছিল যে তাঁকে নাকি হত্যা করা হয়েছে। কিন্তু, পোস্টমর্টেম রিপোর্ট বলছিল, তিনি আত্মহত্যা করেছেন। প্রত্যুষা বন্দোপাধ্যায় এর মৃত্যুও কিন্তু অবাক করেছিল সকলকে।