ফুসফুসে ইনফেকশন! অত্যধিক ধূমপানের জেরেই ভয়াবহ সংক্রমণ? নায়কের বড় সত্যি এল সামনে..

ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা পাচ্ছেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, তাঁর অভিনয় সকলকে বেশ মুগ্ধ করছে। তিনিই এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, "স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম।"

ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা পাচ্ছেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, তাঁর অভিনয় সকলকে বেশ মুগ্ধ করছে। তিনিই এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, "স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arosh

যা হল নায়কের সঙ্গে...

সমাজ মাধ্যমের একটা পোস্ট। তারপরেই খবরের শিরোনামে অভিনেতা। শুধু একটা মন্তব্য, নিজের ফুসফুস নিয়ে একটা পোস্ট, তারপরেই অভিনেতাকে পাঠানো হল আইসিইউ-তে! তাঁর নাকি সাংঘাতিক অবস্থা শরীরের। এবার যা জানা গেল এই নিয়ে, নায়ক মুখ খুললেন নিজেই। কী বলছেন তিনি? 

Advertisment

প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম চর্চিত মুখ আরশ খান। ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা পাচ্ছেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, তাঁর অভিনয় সকলকে বেশ মুগ্ধ করছে। তিনিই এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, "স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিনত হয়েছে।" এত ছোট থেকেই তাঁর নেশায় আসক্তি বেড়েছিল যে, আর বলার কথা নয়। শুধু ধূমপান না, বরং! অল্প বয়সেই ধরেছিলেন ভেপ। তাঁকে এও বলতে শোনা গিয়েছিল...

মারণরোগ বাসা বাঁধে কাছের মানুষের শরীরে, যেভাবে সব শেষ হয়ে গেল অভিনেত্রীর জীবনে..

Advertisment

"সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিলো তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে। বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।" এদিকে, নিজেই নিজের জালে ফেঁসেছেন এই মন্তব্য করে। কারণ, তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি নাকি আইসিইউ-তে ভর্তি। এবার নিজেকে নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। বললেন... 

"আমার শারীরিক অবস্থা নিয়ে নানা দিকে নানা খবর। কিন্তু, আমি এমন কিছু জটিলতার মধ্যে নেই। যা যা রটছে সবটাই মিথ্যে। আমি, এমন কিছু শারীরিক অবস্থার মধ্যে নেই, যা প্রাণনাশক। এমন কিছুই হয়নি যে আমি খারাপ ভাবে অসুস্থ হয়ে পড়ব। তবে, সৃষ্টিকর্তা যদি চান, তাহলে হয়তো বা আমি এখনই অসুস্থ হয়ে যাব। এমন কিছু রোগ আজও শরীরে আমার বাসা বাঁধে নি। চিন্তার কিছু নেই।" 

এরপরেই তিনি সোজাসুজি নিজের খারাপ অভ্যাসের সঙ্গে সঙ্গে সোজাসুজি জানালেন, বদ অভ্যাস থেকে নিজেকে অনেকটাই সরিয়ে এনেছেন তিনি। বলছেন, "আমার লাংসে ইনফেকশন আছে। কিন্তু, বিরাট কিছু না। এসব খবরে আমার পরিবারে উদ্বিগ্নতা বাড়ছে। আমার পোস্ট ছিল জুনিয়রদেরকে সতর্ক করার জন্য। জীবনের ঠিক পথে যেন তাঁরা এগিয়ে যেতে পারেন, এটাই ছিল আমার ইচ্ছে।"  

Bangladesh Entertainment News