বদ দোয়া, এতকিছুর বদ দোয়া...', দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, তিনি পশ্চিমবঙ্গে আসছেন। সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। পশ্চিমবাংলার কোন বিমানবন্দরে তিনি নামেন এখন নজর এখানেই।
Advertisment
আর গোটা বাংলদেশ এখন বিজয় উৎসবে মেতে উঠেছে। শেখ হাসিনার গণভবন অধিকার করে নিয়েছে শিক্ষার্থীরা। সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। আর দেশের তারকারা এই সময় পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের। আগে থেকেই ময়দানে নেমেছিলেন তাঁরা। তবে, এবার জোভান ডাক দিলেন ফের এক স্বাধীনতার...
তিনি লিখছেন, "প্রত্যেকটা রুহের বদদোয়া। প্রত্যেকটা লাশের বদদোয়া। প্রত্যেকটা মায়ের বদদোয়া। প্রত্যেকটা ছাত্রের বদদোয়া। প্রত্যেকটা মানুষের বদদোয়া। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।" আজ যেন, বাংলাদেশের কাছে দ্বিতীয়বার স্বাধীনতার অনুভূতি। গণভবন থেকে একে একে সব জিনিস নিয়ে বেরিয়ে আসছেন আন্দোলনকারীরা।
শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেনাপ্রধান আর্জি জানিয়েছেন, আর হিংসা-অশান্তির প্রয়োজন নেই। এবার তাঁর সঙ্গে থাকলেই সমস্ত হত্যার বিচার হবে। মিথিলা থেকে মোশাররফ করিম এমনকি, সাফা কবির থেকে বাঁধন, অনেকেই হাজির হয়েছিলেন এই সমারোহে। অভিনেত্রী জানিয়েছিলেন, বাচ্চার মা আমিও। নিশ্চিন্তে ঘুমোতে পারছি না। আর অন্যদিকে, আজ যেন পদ্মাপাড়ে মুক্তির আস্বাদ নিচ্ছেন জনগণ।
তবে, নজরে এসেছে অন্যরকম দৃশ্য-ও। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গতে দেখা যায় বিক্ষোভকারীদের। শেখ হাসিনার শাড়ি নিয়েও বেরিয়ে আসেন একজন।