/indian-express-bangla/media/media_files/2025/08/14/hero-2025-08-14-14-20-04.jpg)
হাসপাতালে হিরো আলম
Hero Alom Hospitalized: জুন মাসের শেষে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। স্ত্রী রিয়া মনির থেকে দূরত্ব বাড়তেই বন্ধুর বাড়িতে এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছিলেন সেই বন্ধু। এরপর হিরো আলমকে সেবা যত্ন করে সুস্থ করেন রিয়া। সম্প্রতি একটি ভিডিও ফাঁস করে হিরো আলম দাবি করেন, রিয়া তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। প্রেমিকের সঙ্গে কক্স বাজারে রাত্রিযাপন করছেন। রিয়ার পালটা দাবি, হিরো আলম তাঁর সঙ্গে আজও বিশ্বাসঘাতকতা করেন। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ফের নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশি অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটার হিরো আলম। মঙ্গলবার নিজের সিদ্ধান্ত জানানোর পর বুধবার বিকেলে হিরো আলম একটি পোস্টে জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগ আনতেই বিস্ফোরক অভিনেতার স্ত্রীর
হাসপাতালের বিছনাতেও শুয়ে থাকতে দেখা গিয়েছে হিরো আলমকে। নিজেই জানিয়েছেন, মানসিক সমস্যা থেকেই তাঁর শারীরিক অবনতি ঘটেছে। পরিস্থিতি নাকি বেশ উদ্বেগজনক। প্রসঙ্গত, মঙ্গলে একটি পোস্ট শেয়ার করে আত্মহত্যা করবেন বলে জানান। পরে আরও একটি ভিডিওবার্তায় নিজের মত পরিবর্তনের কথা জানান। সর্বশেষ পোস্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলম। মিডিয়া রিপোর্ট মোতাবেক, হিরো আলমের বুকে ব্যথা বেশি অনুভব করলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে চারটে নাগাদ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান।
আরও পড়ুন আত্মহত্যর চেষ্টার পর তড়িঘড়ি হাসপাতালে অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটার, কেমন আছেন হিরো আলম?
পরে সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। দ্রুত টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয় হিরো আলমকে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার কালের কণ্ঠকে হিরো আলম জানিয়েছেন, তিনি হাসপাতালে ভর্তি। হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা মোটেই ভাল নয়, মানসিক যন্ত্রণার কারণেই আজ তাঁর এই অবস্থা। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও জানান অভিনেতা। কেন তিনি মানসিক যন্ত্রণা সহ্য করছেন? সেই প্রশ্নের উত্তরে হিরো আলম জানান, রিয়া মনি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, তাই মন ভাল নেই।
আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও