Hero Alom-Riya Moni: হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগ আনতেই বিস্ফোরক অভিনেতার স্ত্রীর

Riya Moni Private Video: কক্সবাজারে প্রেমিকের সঙ্গে একান্তযাপন করছিলেন রিয়া মনি। সেই গোপন ভিডিও হিরো আলম ফাঁস করতেই কী প্রতিক্রিয়া স্ত্রীর?

Riya Moni Private Video: কক্সবাজারে প্রেমিকের সঙ্গে একান্তযাপন করছিলেন রিয়া মনি। সেই গোপন ভিডিও হিরো আলম ফাঁস করতেই কী প্রতিক্রিয়া স্ত্রীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রকাশ্যে স্ত্রীর পরকীয়া

Hero Alom-Riya Moni Conflict: চলতি বছরের জুন মাসের শেষে আত্মহত্যার চেষ্টা করেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। স্ত্রী রিয়া মনির থেকে দূরত্ব বাড়তেই বন্ধুর বাড়িতে এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন সেই বন্ধু। এরপর হিরো আলমকে সেবা যত্ন করেন রিয়া। সাগরপাড়ে একসঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিয়া। সম্পর্কের ভাঙা কাচ জুড়তেই ফের ছন্দপতন। স্ত্রী রিয়া মনির গোপন ভিডিও ফাঁস করলেন হিরো আলম। ফেসবুক পেজে হিরো আলম সেই ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, রিয়া তাঁর প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে একটি হোলেটের ঘরে রাত কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল সেই ভিডিও। 

Advertisment

আরও পড়ুন আত্মহত্যর চেষ্টার পর তড়িঘড়ি হাসপাতালে অভিনেতা-কনটেন্ট ক্রিয়েটার, কেমন আছেন হিরো আলম?

স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে হিরো আলম বলেন, 'আমাকে ডিভোর্স না দিয়ে রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন। অবৈধ পরকীয়া করে আবারও তা প্রমাণ হল।  কক্সবাজার  আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সঙ্গে।' এর আগেও রিয়ার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন। হিরো আলমের অসুস্থতার সময় রিয়া মনি কাছে আসতেই মন ভাল হয়ে গিয়েছিল জুটির ভক্তদের। কিন্তু, সুখ যেন ক্ষণস্থায়ী, কয়েকদিনের মধ্যেই পারিবারিক অর্ন্তকলহ  প্রকাশ্যে। 

Advertisment

হিরো আলমের অভিযোগের পালটা রিয়ার দাবিতে ওপার বাংলার সংবাদমাধ্যম কালের কণ্ঠকে জানান, ফিরে গিয়েও কোনও লাভ হয়নি। স্বভাবে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। একবার মিথিলার কাছে তো একবার ইতির কাছে যায় বলেও অভিযোগ রিয়ার। বগুড়া যাওয়ার কথা বলে হিরো আলম ইতির কাছে গিয়েছেন বলে জানান রিয়া মনি। প্রমাণ হিসেবে তাঁর কাছে ভিডিও-ও আছে। হিরো আলমকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহবিচ্ছেদ মামলা করার পর মাঝের সময়টুকু অভিকে আরও ভাল করে চিনে নেবেন। যদি মনে হয় ওঁর সঙ্গে থাকা যায় তাহলে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হবেন।

আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও

হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। আলমের বাবার মৃত্যুর পরই এই বিবাদ প্রকাশ্যে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ এনেছেন হিরো আলম। থানায় মামলাও করেছেন তিনি যার ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন রিয়া মনি। যদিও পরদিনই জামিনে ছাড়া পেয়ে যান। এরপর একটা লম্বা বিরতি, রথযাত্রার দিন হিরো আলমের আত্মহত্যার ঘটনায় আরও একবার পরস্পরের কাছাকাছি আসে। প্রেমে গদগদ হিরো আলমের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে রিয়া মনি লিখেছিলেন, 'একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালবাসার অপর নাম হয় যদি ভাল রাখা তবে আমি তোমাকে ভাল রাখতে চাই।' কিন্তু, তারপরই...!!

আরও পড়ুন স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে গ্রাস করেছে হতাশা, আত্মহত্যার চেষ্টা হিরো আলমের

Hero Alom