scorecardresearch

বড় খবর

‘জবরা ফ্যান’! খাস কলকাতায় আড়াই হাজারে ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখলেন বাংলাদেশী নায়ক

বাংলাদেশ থেকে কলকাতায় ছুটে এসেছেন শুধুমাত্র ‘পাঠান’ দেখার জন্য।

Shah Rukh Khan, SRK fans, Pathaan, Pathaan kolkata, Pathaan box office, Pathaan record, Bangladeshi actor, Bangladesh actor Nirob, SRK kolkata, পাঠান, পাঠান কলকাতা, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, বাংলাদেশি অভিনেতা, বাংলাদেশ অভিনেতা নীরব, বলিউডের খবর
'পাঠান' দেখতে কলকাতায় বাংলাদেশি অভিনেতা

ভারতের বাইরে একাধিক দেশে রিলিজ করলেও বাংলাদেশে মুক্তি পায়নি ‘পাঠান’। অতঃপর কোনওরকম উপায় না পেয়ে বাংলাদেশি অভিনেতাকে রাতারাতি কলকাতায় ছুটে আসতে হল শুধুমাত্র ‘পাঠান’ দেখার জন্য। রাতের শোয়ের টিকিট পেলেন তাও আবার অতিরিক্ত দাম দিয়ে। এও সম্ভব!

আজ্ঞে, আড়াই হাজার টাকায় ব্র্যাকে টিকিট কেটে শেষমেশ ‘পাঠান’ দেখতে পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নীরব। তবে একা নয়, সঙ্গে তিন বন্ধুকে নিয়ে উড়ে এসেছেন তিলোত্তমায়। একমাত্র ইচ্ছে ছিল- ‘পাঠান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন। ইচ্ছেপূরণ হল বটে! তবে, সেই সাধপূরণের জন্য কম কাঠখড় পোহাতে হয়নি নীরবকে। নেপথ্যের কাহিনী নিজেই জানালেন অভিনেতা নীরব।

অগ্রীম বুকিংয়ের জন্য ‘পাঠান’-এর টিকিট পাওয়া যাচ্ছিল না। কলকাতার উন্মাদনা দেখেই তা প্রথমে টের পেয়েছিলেন নীরব। অনেকেই টিকিট কাউন্টার থেকে ঘুরে এসেছেন। নীরবও পাননি। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি! বাংলাদেশ থেকে এমনি এমনি এত্ত দূর উড়ে এসেছেন! সারাদিন হন্যে হয়ে টিকিটের খোঁজ করছিলেন। শেষমেশ পার্কসার্কাস এলাকার শপিংমলে মাল্টিপ্লেক্সের টিকিট জোগাড় করলেন। তাও আবার চারগুণ বেশি দাম দিয়ে টিকিট কিনতে হল বাংলাদেশি অভিনেতাকে।

[আরও পড়ুন: ‘জিন্দা হ্যায়’ করণ-অর্জুন! ‘পাঠান’-এ চমক ‘টাইগার’-এর, শাহরুখের অঙ্ক মেলালেন সলমন]

নীরব জানালেন, আড়াই হাজার টাকা দিয়ে ব্ল্যাকে টিকিট কেটেছেন। তাও আবার রাত সাড়ে ১১টার শোয়ের। নীরবের কথায়, এই যে এত কষ্ট, ক্লান্তি, পরিশ্রম, ব্ল্যাকে টিকিট কাটার দুঃখ, সবটা উবে গেল ‘পাঠান’ দেখার পর। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হল। দারুণ সিনেমা। তবে নীরব একাই নন, তাঁর মতো অনেকেই বাংলাদেশ থেকে কলকাতায় উড়ে এসেছেন শুধুমাত্র পাঁচ বছর পর শাহরুখ খানকে পর্দায় দেখবেন বলে। এই না হলে ‘জাবরা ফ্যান’!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bangladeshi actor nirob came to kolkata to watch shah rukh khans pathaan