Actor Hospitalized: যে হারে করোনা বাড়ছে, তাতে গায়ে জ্বর এলেই আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। আর ওয়েদারের কারণে মানুষের গা গরম হয়েই থাকছে। কেউ কেউ তো নিউমোনিয়া থেকে নানান জ্বরে ভুগছেন। এবার এক অভিনেতার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ! তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। তাহলে কি খুব আশঙ্কাজনক?
ভারতের বুকে করোনার মাত্রা ঊর্ধ্বগামী। রাস্তাঘাটে এদিক ওদিক অনেকেই মাস্ক পরে সুরক্ষা নিশ্চিত করছেন। একদিকে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জ্বরে ভুগছেন প্রচন্ড। যদিও তার কোভিড হয়নি বলে জানা গিয়েছে। তবে এবার পড়শী দেশের এক জনপ্রিয় অভিনেতা গায়ে প্রচন্ড জ্বর নিয়ে অর্থাৎ নিউমোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের এই চর্চিত অভিনেতা ঈদের আগের দিন শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সে দেশে ঈদ উপলক্ষে আয়োজন ছিল বিরাট। তারকারা যে যার মত করে আনন্দ করেছেন।
Bollywood Actress: ক্যানসারে প্রয়াত বাবা, এবার বাঙালি অভিনেত্রীর শরীর…
তবে এই তারকার আনন্দ একেবারেই নিরানন্দ হয়ে গিয়েছে। উৎসব অনুষ্ঠানের দিন যদি হাসপাতালে দিন কাটাতে হয়, এর থেকে দুঃখের আর কিছু আছে কি? প্রসঙ্গে বাংলাদেশের অভিনেতা জাহিদ হাসান। তিনি প্রথম আলোকে জানিয়েছেন, আগের থেকে শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নত। তবে দিন কয় হাসপাতালে কাটাতেই হবে। নিউমোনিয়া নিয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। তাহলে কি করোনা টেস্ট করা হয়েছে? অভিনেতার কথা অনুযায়ী...
/indian-express-bangla/media/post_attachments/media/imgAll/2024January/Zahid-Hasan-2401300416-151908.jpg)
ঈদের দিন দুয়েক আগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হতে হাসপাতালে ভর্তি হন। এবং রেগুলার টেস্টের মধ্যে ডেঙ্গু, কোভিড টেস্ট করানো হয়েছে। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই অভিনেতা জানিয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবছর ঈদে তার একটি ছবিও মুক্তি পেয়েছে। প্রসঙ্গে বাংলাদেশের আরেক তারকা ও প্রচন্ড অসুস্থ। যমে মানুষের টানাটানি চলছে সেই অভিনেত্রীকে নিয়ে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবং, এও জানা যাচ্ছে ডাক্তাররা তাঁকে ক্লিনিক্যালি ডেড বলেই ঘোষণা করেছেন।