Actress Health Issue: জীবনের এরকম করুণ পরিণতি! বাবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের জীবনেও যে এভাবে মারণ রোগ থাবা বসাবে কেউ ভাবতেও পেরেছিল। বাঙালি অভিনেত্রী যার জীবনে সবকিছুই এখন এলোমেলো, সন্তানকে এক মানুষ করছেন তিনি, অর্থাৎ সিঙ্গেল মাদার, মুখ খুলেছেন নিজের অজানা কাহিনী নিয়ে। এভাবে জীবন যে পরিহাস করবে তাঁর সঙ্গে, ভাবনাতীত।
পান নলিনের একটি ছবি 'Angry Indian Goddesses' এ এক সমকামী চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়কে। সেই চরিত্র দিয়েই নজরে এসেছিলেন। কিন্তু, জীবনের এরকম খেল! বাবা চলে গিয়েছেন ক্যান্সারে। তাঁকে নিয়ে জীবনের এমন দিন দেখেছেন তিনি, যেন ভাবনার অতীত। শুধু তাই নয়! তাঁর বাবা মনের দিক থেকে দারুণ শক্ত ছিলেন। এবং রীতিমতো মারণরোগকে পরোয়া না করে তাঁর বাবা লড়াই করে গিয়েছেন। কিন্তু, অভিনেত্রী? ঠিক যেই মুহূর্তে ভাবলেন এবার মা আর সন্তানকে নিয়ে ভালো থাকবেন, তখনই দেখা গেল তার শরীরেও বাসা বেধেছে মারণরোগ। অভিনেত্রী মেটাস্ট্যাটিক স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছে তিনি। এবং যখন সবকিছু সামলে একটু একটু করে শুটিং করে যেতে শুরু করে ছিলেন, তখন এই রোগ সম্পর্কে জানতে পারেন। আর শক্ত থাকতে পারেন না তিনি। তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন...
Actor Father Death: ট্রাকের ধাক্কায় চলে গেলেন কাছের মানুষ, মৃত বাবাক…
"লড়াই করতে করতে আমি ক্লান্ত। আর শক্ত থাকতে পারছি না। গত বছর আমি আমার বাবাকে ক্যান্সারে হারিয়েছি। কিন্তু আমার শোক পালন করার একটুও সময় ছিল না কারণ আমি জানতাম মায়ের দায়িত্ব নিতে হবে এবং আমার ৯ বছরের মেয়েটার দায়িত্ব আমাকে নিতে হবে। ওদের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল। আমার বাবার মৃত্যুর ৫ দিন যেতে না যেতেই আমি শুটিং ফ্লোরে ব্যাক করি। আমি জানি না আমি কি করছিলাম তখন। কিন্তু আমি তার প্রিয় গানগুলো শুনতাম এবং নিজেকে বোঝাতাম যে আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমার শরীরে এভাবে একটা কিছু বাসা বাঁধছে। আমি যখন জানতে পারলাম আমার স্টেজ ফর ব্রেস্ট ক্যান্সার আছে, আমার মাথা তো একটাই ভাবনা চিন্তা এসেছিল আমি কেন? এটা কি আমার কর্মফল? আমি প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলাম।"
Bollywood Actress: বলি সুন্দরীর প্রেমে 'মনে ব্যথা' দাপুটে রাজনীতিবিদে…
থামলেন না এখানে। বাঙালি অভিনেত্রী একজন সিঙ্গেল মাদার। তাই এসবের মধ্যেখানে তার মেয়ের জীবনটা যেন নষ্ট না হয় সে চিন্তাই করেছেন তিনি। বিদেশে থাকেন অভিনেত্রীর বোন। ন বছরের ছোট্ট মেয়েটাকে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। অভিনেত্রী বলেন, "আমার মেয়ে মনে করে আমি একজন সুপারওমান। আমি চাই ও সারা জীবন সেটাই মনে করুক। কিছু মানুষ বিশ্বাস করে যে বাচ্চাদের সবকিছু বলা উচিত। কিন্তু আমি আমার মেয়েটাকে রক্ষা করতে চেয়েছিলাম। বাবা মা হিসেবে সেটাই আমাদের কর্তব্য। বড় হয়ে গেলে তো আমরা সবকিছু জানতেই পারি। কিন্তু কারো শৈশব নষ্ট হয়ে যাক, তার ছেলেবেলা দুঃখে গ্রাস হয়ে যাক, এটা আমি চাইনি। আমার মেয়েটা আমেরিকা যেতে চাইনি কিন্তু আমি চেয়েছিলাম যাতে ও আমাকে এভাবে না দেখে।"
বলিউডে বহু অভিনেত্রী আছেন, যারা ক্যান্সারে আক্রান্ত। সে তালিকায় মনীষা কৈরালা, হিনা খান, মহিমা চৌধুরী এবং বর্তমানে দীপিকা আছেন।