Actress Tragic Story: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধার? জানা গেল ভয়ঙ্কর সত্যি...

সমাজ মাধ্যমে, এহেন পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছিলেন। কারণ, কিছুদিন আগেই পরীমণিকে নিয়েও রটেছিল, তাঁর নাকি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং, সেই ক্ষেত্রে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন....

সমাজ মাধ্যমে, এহেন পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছিলেন। কারণ, কিছুদিন আগেই পরীমণিকে নিয়েও রটেছিল, তাঁর নাকি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং, সেই ক্ষেত্রে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন....

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahiya bangladeshi actress mahiya mahi fake death rumor entertainment news

সত্যিই প্রয়াত অভিনেত্রী?

Actress Tragic Story: বাংলাদেশের অন্দরে এখন নানা কোন্দল। কেন? একে তো শেষ বছরে হাসিনা ঘনিষ্ঠ তারকারা নিজেদের গা ঢাকা দিয়েছেন। তাঁরা মুখে কুলুপ এঁটেছিলেন। এদিকে, খেয়াল করলে দেখা যাবে সম্প্রতি কুমিল্লায় ঘটেছে এক ঘৃণ্য ঘটনা। কানে আসছে ধর্ষণের ঘটনা। তোলপাড় বাংলাদেশ। তেড়েফুঁড়ে উঠেছেন অনেকেই। এবং, আরেক অভিনেত্রী তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে। তাঁর নাকি দেহ উদ্ধার করা হয়েছে! সেকি কাণ্ড! 

Advertisment

বাংলাদেশের এই অভিনেত্রী, তিনি এপার বাংলাতেও জনপ্রিয়। কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য। সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছিল তিনি নাকি মার্কিন প্রদেশে যাচ্ছেন। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। সমাজ মাধ্যম খেয়াল করলে দেখা যাবে এই অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়েছিল। "বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার" - এমন কয়েকটি পোস্ট পর্যন্ত করা হয়েছিল। 

Bollywood: অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরছেন অভিনেত্রী, সরকারের কাছে জবাব চাইলেন আরেক নায়িকা, 'পেনাল্টি হচ্ছে না কেন..?'

সমাজ মাধ্যমে, এহেন পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছিলেন। কারণ, কিছুদিন আগেই পরীমণিকে নিয়েও রটেছিল, তাঁর নাকি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং, সেই ক্ষেত্রে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি মরেননি এবং আত্মহত্যা করবেন এমন মানুষ তিনি না। কিন্তু, মাহিয়ার দেহ উদ্ধার করা হয়েছে, এমন খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন নেটাগরিকরা। এই খবর কি আদৌ সত্যি? কিন্তু, বহু আলোচনার পর, রিউমর স্ক্যানার টিমের তরফে জানা গিয়েছে, নায়িকা মাহির মাহির মৃত্যুর এই খবর সম্পূর্ণ ভুয়ো। 

Advertisment

সমাজ মাধ্যমের যে ফেসবুক পেজে এই খবর ছড়িয়ে পড়েছিল, সেই গ্রুপে সদস্য সংখ্যা প্রায় অনেকই। কিন্তু, হঠাৎ তাঁর মৃত্যুর খবর কেন ছড়িয়ে পড়ল? জানা যাচ্ছে, সন্তানকে দেশে রেখেই নাকি তিনি গিয়েছিলেন আমেরিকা। কিন্তু, সেখানে সুস্থ আছেন তিনি। রীতিমতো সমাজ মাধ্যমে নানা স্টোরি পোস্ট করছেন। এবং মাহিয়া মাহি, গতবছর ৫ তারিখের পর, অর্থাৎ বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে যেহেতু তিনি সরকার ঘনিষ্ঠ ছিলেন, তাই খুব একটা তাঁকে দেখা যায়নি। 

Entertainment News Entertainment News Today Bangladeshi actress