New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/29/falaq-naaz-on-khushi-mukherjee-2025-06-29-21-50-20.png)
কী কী বললেন তিনি?
Falaq naaz: ফলক নাজকে নিয়ে খুশি মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি নাকি জবলেস, অর্থাৎ তাঁর কোনও কাজ নেই। এ প্রসঙ্গে অভিনেত্রী উত্তরে তাকে প্রথমে বলেছিলেন, "আমরা যতই অকাজের মানুষ হই না কেন, আমরা টাকা পয়সা খরচা করে PR ডেকে…
কী কী বললেন তিনি?
Bollywood: বলিউড অভিনেত্রীরা সবথেকে বেশি আলোচনায় কেন থাকেন? তাঁদের কাজের জন্য? একেবারেই না! বরং, খেয়াল করলে দেখা যাবে বিতর্ক যখন তাঁদের ঘিরে ধরে, ঠিক তখনই তাঁরা শিরোনামে থাকেন। ঠিক সেরকমই এক বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়, যিনি সম্প্রতি নিজেকে দ্বিতীয় উরফি ভেবে নিয়ে, যা নয় তাই পোশাক পড়েছিলেন। এবং, সেই পোশাকের কারণেই তিনি আলোচনায়। এমন সব ভয়ঙ্কর পোশাকের কারণে একদিকে যেমন নেটাগরিকের সমালোচনার মুখোমুখি হয়েছেন, ঠিক সেরকমই দেখা যাচ্ছে তিনি বেশ কিছু অভিনেত্রীদের কটাক্ষের মুখেও পড়েছেন।
খোলামেলা পোশাক পড়ে বহু অভিনেত্রীই নানা সময় তীব্র রোষানলে পড়েছেন। কিন্তু, খুশি যে ধরনের পোশাক পরেছেন, তিনি নিজেও তাতে যথেষ্ট আনকম্ফার্টেবল ফিল করেছেন। এবং যে ধরনের মন্তব্যের শিকার হয়েছেন তিনি, তাঁর থেকেও বড় কথা হিন্দি টেলিভিশনের আরেক অভিনেত্রী ফলক নাজ- বেশ কিছু প্রশ্ন রেখেছেন। খুশি মুখোপাধ্যায়কে তিনি দিদি বলেই সম্বোধন করে একটি ভিডিও বানিয়েছিলেন।
ফলক নাজকে নিয়ে খুশি মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি নাকি জবলেস, অর্থাৎ তাঁর কোনও কাজ নেই। এ প্রসঙ্গে অভিনেত্রী উত্তরে তাকে প্রথমে বলেছিলেন, "আমরা যতই অকাজের মানুষ হই না কেন, আমরা টাকা পয়সা খরচা করে PR ডেকে বা পাপরাজ্জি ডেকে ছবি তোলাই না বা বিতর্ক সৃষ্টি করি না। আমরা কোন রকম অর্ধনগ্ন পোশাক পরি না। আমরা এতটাও পাগল হয়ে যাইনি যে রাস্তায় এই সব ধরনের পোশাক পড়ে ঘুরে বেড়াবো। তারপরে আবার যখন আমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে, তখন নতুন কনটেন্ট বানাবো।"
এরপরেই ফলক আরও একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে, তিনি সোজা বলেন, "আগের ভিডিওতে আমি তাকে কিছুই বলিনি। কিন্তু আজ আমি একটি ভিডিও এই কারণেই বানাচ্ছি কারণ আমার সরকারের এর কাছে কিছু প্রশ্ন আছে। কারণ গল্পটা অনেক দূর এগিয়ে গেছে।" যেকোনো শহরের রাস্তাতেই, পথ কুকুরদের নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে। তাদেরকে রাস্তার ধারে কেউ খাবার খেতে দিলে, সেই নিয়ে নানান সমস্যা এবং আন্দোলন শুরু হয়ে যায়। অভিনেত্রী প্রশ্ন এখানেই যেখানে একটা এমন সুন্দর বিষয় নিয়ে এত সমালোচনা হয়, সেখানে এধরনের পোশাক পরে রাস্তায় বেরোলে কিছু হয় না? নিজের পোস্টে মহারাষ্ট্রের সরকার এবং মুম্বাই পুলিশকে তিনি অভিযোগের সুরে ট্যাগ পর্যন্ত করেছেন।
Actress Tragic Married Life: অভিনেত্রীকে শররীরিক নির্যাতন করতেন? 'মদ…
অভিনেত্রীকে সাফ বলতে শোনা গেল, "আমাকে একটু বোঝাবেন সরকার, যেখানে রাস্তায় পথ কুকুরদের খাওয়া দাওয়া দিলে তাই নিয়ে এত অশান্তি শুরু হয়, যেখানে এই ধরনের পোশাক পড়ে কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং সেটা নিয়ে কেউ অবজেকশন করছেন না, এর অর্থ কী? আদৌ কি এই বিষয়গুলো গ্রহণযোগ্য? নাকি... সমাজে যখন মানুষ বাস করছে তখন কি তার এটা বোঝার কথা না যে আমরা কি পোশাক পরা উচিত আর কি পোশাক পরা উচিত নয়? রাস্তায় যদি এমন ধরনের পোশাক পরিহিত কাউকে দেখা যায় সেই নিয়ে কোন রকম অবজেকশন হচ্ছে না কেন? যে ধরনের মিডিয়া তাকে কভার করছে, কিংবা যিনি কভার হচ্ছেন, তাদের উপর কোনও পেনাল্টি ধার্য করা হচ্ছে না কেন? আমার এর উত্তর চাই। এটা কি সঠিক কাজ নাকি ভুল! আর যদি এই ধরনের পোশাক পড়ে রাস্তায় ঘোরা সঠিক হয়ে থাকে, তাহলে পোষাক কুকুরদের রাস্তায় খাবার খাওয়ানোর বিষয়ে যেন, কোনরকম অশন্তিমূলক গলার আওয়াজও শুনতে না পাওয়া যায়। উলঙ্গ অবস্থায় যখন রাস্তায় কেউ ঘুরতে তাকে নিয়ে আবার উঠছে না, তখন বিচার পেয়ে বাচ্চা গুলোর দিকে তাকিয়ে যেন কেউ কিছু না করে।"