Nusraat Faria Seriously Ill: কথা বলার ক্ষমতাটুকুও নেই, ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা! গুরুতর অসুস্থ অভিনেত্রী নুসরত

Nusraat Faria Health Update: জেল থেকে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই কথা।

Nusraat Faria Health Update: জেল থেকে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই কথা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী

গুরুতর অসুস্থ নুসরত

Nusrat Faria Health Issue: এপার ও ওপার, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। দু'দিনের মধ্যেই জামিন পান বাংলাদেশি অভিনেত্রী। ২০ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁকে জামিন দেয় নুসরতকে। অভিনেত্রীর আইনজীবী মহম্মদ ইফতেকার হোসেন প্রথম আলো-কে এই তথ্য নিশ্চিত করেছেন। জামিন পাওয়ার দুদিন পর অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করে জানিয়েছেন বর্তমানে তাঁর শরীর মোটেই ভাল নেই। গুরুতর অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন তিনি।

Advertisment

অভিনেত্রী নুসরত ফারিয়ে অসুস্থতার খবর জানিয়ে লিখেছেন, 'আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।'

আরও পড়ুন খুনের অভিযোগে গ্রেফতারের পর রাতভোর জেলে, নুসরতের জামিনের আবেদনে কী রায় আদালতের?

Advertisment

কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই নুসরত। দুঃখপ্রকাশ করে আরও যোগ করেন, 'এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।'

একইসঙ্গে ধন্যবাদজ্ঞাপন করে নুসরত লিখেছেন,  'আপনাদের সকলের প্রতি আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের। যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়ত এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আবার দেখা হবে।'

Nusrat faria Bangladesh Bangladeshi actress