Nusrat Faria: নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামি লিগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনুস সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত। সম্প্রতি আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই গ্রেফতার হন এপার-ওপার, দুই বাংলার পরিচিত মুখ নুসরত ফারিয়া। প্রথম আলো-এ প্রকাশিত খবর অনুযায়ী, রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো পুলিশ সূত্রে জেনেছে, ঢাকা শহরের ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়েছে। ২০ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁকে জামিন দেয়। গ্রেফতারের দু'দিনের মধ্যেই জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। অভিনেত্রীর আইনজীবী মহম্মদ ইফতেকার হোসেন প্রথম আলো-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল নুসরতকে। 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুসারে মঙ্গলবার সকালেই জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। শুনানির পর আদালত তাঁর জামিন মঞ্জুর করে। সোমবার সকাল ১০টার পর জেল হেফাজত থেকে নুসরত ফারিয়াকে আদালতে নিয়ে আসা হয়। তখন তাঁর মাথায় ছিল পুলিশের হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট। মহিলা পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় অভিনেত্রীকে। কোন প্রমাণের ভিত্তিতে জামিন পেলেন নুসরত?
মামলার শুনানির সময় নুসরতের আইনজীবীরা জানান, যে সময়ের ঘটনা উল্লেখ করে তাঁকে অভিযুক্ত করা হয়েছে সেই সময় দেশেই ছিলেন না অভিনেত্রী। বক্তব্যের সপক্ষে সমস্ত নথি প্রমাণও জমা দিয়েছেন আইনজীবী। তারপরই অভিনেত্রী নুসরত ফারিয়ার জামিন মঞ্জুর হয়। ২০২৩-এ শ্যাম বেনেগালের নির্দেশনায় নুসরত ফারিয়া মুজিব: মেকিং অফ আ নেশন-এ বাংলাদেশের প্রাক্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী রেডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত আশিকি ট্রু লাভ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর একাধিক বাংলা ও বাংলাদেশি ছবিতে কাজ করে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন।
আরও পড়ুন অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, রবিবাসরীয় দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতার নুসরত