Nusrat faria: নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামি লিগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনুস সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত। সম্প্রতি আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এবার গ্রেফতার হলেন এপার-ওপার, দুই বাংলার পরিচিত মুখ নুসরত ফারিয়া। প্রথম আলো-এ প্রকাশিত খবর অনুযায়ী, রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। খবরটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শফিকুল ইসলাম। বাংলাদেশের বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারের খবরে শোরগোল ভক্তমহলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামি লিগের তরফে নুসরতের বিরুদ্ধে আর্থিক সাহায্য করার অভিযোগ। এছাড়া একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর। যে কারণে ৩১ বছর বয়সী নুসরত ফারিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো পুলিশ সূত্রে জেনেছে, ঢাকা শহরের ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়েছে নুসরত ফারিয়াকে। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে।
আরও পড়ুন 'কাজ করতে এসেছি...', হিরোদের সঙ্গে বনিবনার অভাব! ছবি থেকে বাদ পড়া প্রসঙ্গে বিস্ফোরক মৌসুমী
২০২৩-এ শ্যাম বেনেগালের নির্দেশনায় নুসরত ফারিয়া মুজিব: মেকিং অফ আ নেশন-এ বাংলাদেশের প্রাক্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী রেডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত আশিকি ট্রু লাভ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর একাধিক বাংলা ও বাংলাদেশি ছবিতে কাজ করে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন। সুপারস্টার জিৎ-এর সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন নুসরত ফারিয়া। টেলিভিশনেও সঞ্চালিকার কাজ করেন নুসরত। পাশাপাশি মডেলিং-ও করেন।
আরও পড়ুন 'পাকিস্তানে যাওয়ার থেকে নরকে যাওয়া শ্রেয়', শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ আখতার