car accident death: 'চিকিৎসার অভাবে...', ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় কাছের মানুষকে হারিয়ে চরম আপশোস অভিনেত্রীর

Samira Khan mahi: মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী সামিরা মাহির তুতো ভাইয়ের। মৃত্যুসংবাদ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কী কারণে ক্ষোভপ্রকাশ করেছেন?

Samira Khan mahi: মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী সামিরা মাহির তুতো ভাইয়ের। মৃত্যুসংবাদ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কী কারণে ক্ষোভপ্রকাশ করেছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
502622071_1314654853354579_947419570541576406_n

কাছের মানুষকে হারিয়ে শোকার্ত অভিনেত্রী

Samira Khan mahi Brother Death: একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড থেকে টলিউড এবার ঢালিউডেও শোকের ছায়া। একদিকে যখন ওপার বাংলার জনপ্রিয় অভিনতা ও কনটেন্ট ক্রিয়েটার হিরো আলম আত্মহত্যার চেষ্টা করার পর নতুন জীবন ফিরে পেলেন তখন অন্যদিকে পদ্মাপারে বেদনার সুর। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী সামিরা মাহির তুতো ভাই। গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটার পর পথচলতি কেউ তাঁর দিকে ফিরেও তাকায়নি।

Advertisment

আরও পড়ুন স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে গ্রাস করেছে হতাশা, আত্মহত্যার চেষ্টা হিরো আলমের

বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অবশেষে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। অসহায় মানুষের পাশ কাটিয়ে চলে যাওয়া, রোগী চিকিৎসার আগে কর্তৃপক্ষের অর্থনৈতিক ভাবনাচিন্তা একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্টে তুতো ভাইয়ের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। 

Advertisment

ফেসবুক পোস্টে সামিরা মাহির দুঃখপ্রকাশ করে লিখেছেন, 'আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার তুতো ছোট ভাই যে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকত একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একটি গাড়ি দুই থেকে তিনবার  ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়। তারপর গাড়িটি জলে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দু'জন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে জলের নীচ থেকে তোলে। কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর। হাসপাতাল ওকে ভর্তি নেয়নি। কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা এই সব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মুল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে। কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।'

আরও পড়ুন শেফালির অস্থি বুকে আগলে অঝোরে কান্না পরাগের, পাপারাজ্জিদের কীর্তিতে রেগে কাঁই বরুণ-জাহ্নবীরা

এই ঘটনায়  বেশ কয়েকটি বিষয় উত্থাপন করে অভিনেত্রী আরও লেখেন, 'আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত? একজন মানুষের জীবন না টাকা-পয়সার হিসেব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না, এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে? এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারও পরিবারের সঙ্গে এমন হোক। আজকে আমার ভাই কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।'

আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও

Road Accident Bangladeshi actress