Bangladeshi Actress: হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল, অবশেষে জামিন মিলল প্রাক্তন রাষ্ট্রপতি ঘনিষ্ঠ অভিনেত্রীর?

গতবছর ২২ আগস্ট প্রায় ২০০জনকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়ের করেন জুবায়ের নিজেই। সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যায়, অভিনেত্রী শমি কায়সার এই মামলার সঙ্গে যুক্ত,,,

গতবছর ২২ আগস্ট প্রায় ২০০জনকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়ের করেন জুবায়ের নিজেই। সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যায়, অভিনেত্রী শমি কায়সার এই মামলার সঙ্গে যুক্ত,,,

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actress1

জামিন পেলেন অভিনেত্রী...

অভিনেত্রীর নাম জড়ায় হত্যাকাণ্ডে! এবং সেই হত্যাকাণ্ডের মামলায় এবার জামিন পেলেন তিনি। কী এমন করেছিলেন? বাংলাদেশ সংবাদ মাধ্যম সুত্রে খবর, অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ওপর হত্যাচেস্টার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। গত ৯ই এপ্রিল ঘটে যাওয়া এক ঘটনায় শমীকে গ্রেফতারের নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। 

Advertisment

গতবছর, ৯ই এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসানকে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বছর ২০-র জুবায়ের বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। সেদিন দুপুরে সাড়ে ১২টার পরপর উত্তরার আজমপুর এলাকায় আসামিদের ছোঁড়া  গুলির কারণেই জুবায়ের জখম হন বং লুটিয়ে পড়েন। তারপরেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়। যদিও, চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। 

Jasmine Bhasin: ঘরে আটকে রেখেছিলেন পরিচালক, অডিশনের নামে ভয়ঙ্কর যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

Advertisment

এরপর গত ২২ আগস্ট প্রায় ২০০জনকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়ের করেন জুবায়ের নিজেই। সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যায়, অভিনেত্রী শমি কায়সার এই মামলার সঙ্গে যুক্ত।  যদিও, এই প্রথম না। এর আগেও গতবছর ৮ই ডিসেম্বর তিনি নিজের জামিনের জন্য আবেদন করেছিলেন। আবেদনের শুনানি শেষে তাঁকে ৩ মাসের জন্য জামিন দেওয়া হয় হাইকোর্টের তরফে। এবং পরবর্তীতে আদালত সেই জামিন স্থগিত করে। 

৯০ এর দশকের নামকরা অভিনেত্রী শমী। এবং, তিনি একদিকে রাজনৈতিক পরিবারের সঙ্গেও যুক্ত। তাঁর মা পান্না কায়সার, প্রাক্তন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরীর স্ত্রীর বোন। তাহলে কি রাজনৈতিক সুত্রে তিনি জামিন পেলেন? সেই নিয়েও উঠছে প্রশ্ন। 

Entertainment News Entertainment News Today Bangladeshi actress