Jasmine Bhasin: ঘরে আটকে রেখেছিলেন পরিচালক, অডিশনের নামে ভয়ঙ্কর যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

একজন পরিচালকের সঙ্গে অদ্ভুত ঘটনা তাঁর আজও মনে আছে। সেই পরিচালক সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। এবং অভিনেত্রী এও বললেন, তিনি কীভাবে সেই পরিস্থিতি সামলেছিলেন, সেটা শুধু তাঁর ঈশ্বর এবং অভিনেত্রী নিজেই জানেন...

একজন পরিচালকের সঙ্গে অদ্ভুত ঘটনা তাঁর আজও মনে আছে। সেই পরিচালক সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। এবং অভিনেত্রী এও বললেন, তিনি কীভাবে সেই পরিস্থিতি সামলেছিলেন, সেটা শুধু তাঁর ঈশ্বর এবং অভিনেত্রী নিজেই জানেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jasmine

যা সামনে আনলেন অভিনেত্রী...

Jasmine Bhasin: অভিনেত্রীদের অনেকেই নানা সমস্যার শিকার হয়েছেন। তাঁরা নানা সময়  নানা সমস্যার মোকাবিলা করেছেন। এমনকি, নানা ধরণের শ্লীলতাহানি এবং হেনস্থার মুখেও পড়তে হয়েছে তাঁদের। এবার এই নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী জ্যাস্মিন ভাসিন। তিনি সিরিয়ালের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পেয়েছেন বিগ বস থেকে। এই অভিনেত্রী এবার মুখ খুলেছেন কাস্টিং কাউচ নিয়ে। তিনি যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন।

Advertisment

একজন পরিচালকের সঙ্গে অদ্ভুত ঘটনা তাঁর আজও মনে আছে। সেই পরিচালক সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। এবং অভিনেত্রী এও বললেন, তিনি কীভাবে সেই পরিস্থিতি সামলেছিলেন, সেটা শুধু তাঁর ঈশ্বর এবং অভিনেত্রী নিজেই জানেন। তাঁকে নাকি একটি ঘরে এক পরিচালকের সঙ্গে আটকে রাখা হয়েছিল। সম্প্রতি সেই দুঃস্বপ্নের কথাই বলতে শোনা গেল তাঁকে। তিনি বলছেন... 

Actor Passed away: রঙিন জীবন আজ ফ্যাকাসে, চিরঘুমে কিংবদন্তি অভিনেতা..

"আমি একবার একটি মিটিংয়ে গিয়েছিলাম। ঘরে ঢুকে দেখি, এক ব্যক্তি পানীয় হাতে বসে আছেন এবং আমাকে অডিশন দিতে বলছেন। বিষয়টা দেখে আমি বেশ ভড়কে যাই, বিশেষ করে যখন দেখলাম সমন্বয়কারীও ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রথমে ভয় লাগছিল। এরপর তিনি বললেন, 'তোমাকে এখনই এই দৃশ্যটি অভিনয় করতে হবে।' আমি বিনয়ের সঙ্গে জানালাম, "স্যার, আমি এই দৃশ্যটি আগামীকাল চেষ্টা করব।" কিন্তু তিনি জোর দিয়ে বললেন, 'না, না, এখনই করতে হবে।' তাই শেষ পর্যন্ত আমি সেখানেই দৃশ্যটি করে দিলাম।"   

Advertisment

কিন্তু সেই পরিচালকের অভিসন্ধি মোটেই ভাল লাগেনি জ্যাস্মিনের। এবং তিনিও বুঝতে পারছিলেন কোনও সমস্যা আছেই।  প্রসঙ্গে তাঁর কথায়,  "সে আমাকে বলল, 'না, এভাবে অভিনয় করলে তো হবে না।' সে আমাকে দাঁড়াতে বলল এবং একটি দৃশ্য দিয়ে বলল, ধরো—'তোমার প্রেমিক চলে যাচ্ছে, তোমাকে তাকে থামাতে হবে।' আমি দৃশ্যটি করলাম, কিন্তু সে আবার বলল, 'না, এভাবে নয়।' এরপর সে জোর করে আমাকে আটকে রাখল এবং একপ্রকার অন্য কিছু করার চেষ্টা করছিল। তবে আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম।" 

এরপরই অভিনেত্রী সিদ্ধান্ত নেন যে আর কোনদিন হোটেল রুমে মিটিং করবেন না। তাঁর কথায়,  "আমি বলব, এটা আছে। তবে যারা এ ধরনের কাস্টিং কল করেন, তারা আসলে কাস্টিং করেন না। তারা প্রকৃত কাস্টিং ডিরেক্টরও নন। এরা কিছু অকেজো মানুষ, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এটা করে। কারণ অডিশন একটি বৈধ প্রক্রিয়া। আমি সবার কাছে অনুরোধ করব- বৈধ কাস্টিং কল চিনতে শেখার জন্য। এটা খুবই জরুরি।" 

Jasmine Entertainment News bollywood actress Entertainment News Today