/indian-express-bangla/media/media_files/2025/06/04/3ROEA0t5Ft4LQsKNcdBf.jpg)
অবশেষে শেষ নিঃশ্বাস ফেললেন অভিনেত্রী...
Actress Passed Away: শেষ কিছুদিনের লড়াই শেষ। ২ জুন থেকে প্রচন্ড মাত্রায় অসুস্থ ছিলেন তিনি। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। তবে কোন রকম চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। চিকিৎসকরা হাত তুলে নিয়েছিলেন।
বাংলাদেশের চিত্রনায়িকা তানিন সুবাহ অবশেষে প্রয়াত। অভিনেত্রীকে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিদায় জানালেন তার পরিবার। চেষ্টা করেছিলেন তাকে ফিরিয়ে আনার জন্য। চিকিৎসকরা কিছুদিন আগেই তাকে ক্লিনিক্যালি ডেড বলে ঘোষণা করেন। স্বামীর অনুমতি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭:৫৭ মিনিট নাগাদ লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর, অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তাদের আর কিছুই করার নেই।
একমাত্র ঈশ্বরই ছিলেন ভরসা। কিন্তু সেই ঈশ্বর যেন এবার তাকে নিজের কাছেই ডেকে নিলেন। দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। নাকে মুখে নল, হাসপাতালে লাইফ সাপোর্টে থাকতে থাকতে জড়বস্তু হয়ে উঠেছিলেন অভিনেত্রী। চিকিৎসকের অপেক্ষায় ছিলেন কতক্ষনে তার স্বামী পারমিশন দেন লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য। আর সেই সাপোর্ট খুলে দেওয়ার পরেই চিরতরে চলে গেলেন তিনি। কথা ছিল তাকে লাইফ সাপোর্ট থেকে খুলে দেওয়া হলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তার ছোট ভাই জানিয়েছেন..
Bangladeshi Actress Health: ক্লিনিক্যালি ডেড অভিনেত্রী, স্বামীর পরামর্শ…
গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে গিয়ে তাকে পারিবারিক অবস্থানে সমাহিত করা হবে। প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর মৃত্যুর খবর রটেছিল। তখন যদিও বা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ডিপজল জানিয়েছিলেন, এই অভিনেত্রী এখনো বেঁচে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে দুদিন পরে আর তাকে বাঁচিয়ে রাখা গেল না। শেষ কিছুদিন চিকিৎসার সমস্ত রকম চেষ্টা করা হলেও, সবটাই আজ বৃথা। নায়িকা চলে গেলেন না ফেরার দেশে।
দীর্ঘ অনেকগুলো বছর তিনি কাজ করেছেন বড় পর্দা এবং ছোট পর্দায়। মাটির পরী সিনেমা দিয়ে সিলভার স্ক্রিনে তাঁর অভিষেক হয়। এমনকি, বর্তমানে ও তার বেশ কয়েকটি ছবি রিলিজের অপেক্ষায়।