Bangladeshi Actress: তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! চর্চার মাঝে মা হওয়ার ইচ্ছেপ্রকাশ বাংলাদেশী অভিনেত্রীর

Bangladeshi Actress Tanjin Tisha: বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি হাজির হয়েছিলেন 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এ। সেখানে এসে মন কি বাত শেয়ার করেন অভিনেত্রী।

Bangladeshi Actress Tanjin Tisha: বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি হাজির হয়েছিলেন 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এ। সেখানে এসে মন কি বাত শেয়ার করেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মা হতে চান তানজিন

Tanjin Tisha: পদ্মাপাড়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় ছাড়াও ব্যক্তিগতজীবন নিয়ে চর্চায় থাকেন বাংলাদেশের অভিনেত্রী। রূপোলি দুনিয়ার তারকাদের নিয়ে এমনিতেই গুজবের অন্ত নেই। তানজিন তিশাও তার ব্যতক্রম নন। অভিনেত্রীকে ঘিরে বিভিন্ন সময় তৈরি হয়েছে নানান গুঞ্জন। কখনও শোনা গিয়েছে তিনি বিবাহিত। তাও আবার একবার নয়, তানজিন তিশার নাকি দুটি বিয়ে। গোপনে বিয়ে সেরেছেন এইরকম রটে যায় ওপার বাংলার অভিনেত্রী তানজিন তিশা সম্পর্কে। এখানেই শেষ নয়, দুটি বিয়ের সঙ্গে জুড়ে গিয়েছে সন্তানও! 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এ অতিথি হয়ে আসেন অভিনেত্রী তানজিন তিশা। সেখানেই বিয়ে-সন্তান নিয়ে খোলামেলা আলোচনা করেন। 

Advertisment

Advertisment

মাসখানেক আগে অবসরযাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেতা জায়েদ খান। তাঁর সঞ্চালনাতেই অনুষ্ঠিত হয় 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'। সঞ্চালকের অভিনেত্রীকে বলেছিলেন তাঁর শোনা একটি গুজবের ঘটনা শেয়ার করতে। তখনই তানজিন তিশা বলেন, 'আমার তো নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছি। আমার একটা সন্তানও আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এগুলো শুনে আমি ও আমার পরিবারের প্রত্যেকে খুব হেসেছি।'

আরও পড়ুন এক সপ্তাহের বেশি ICU-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা অভিনেত্রীর, স্বামীর অনুমতি পেলেই চিকিৎসকরা....!!

অপর একটি প্রশ্নের জবাবে তানজিন তিশা বলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এখনও পাঁচ বছর সময় লাগবে। আর এই পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? জায়েদের এই প্রশ্নে তিশার উত্তর, 'অবশ্যই আমি মা হতে চাই। বিয়ে করে মা হব। আমি জানি, এত সহজে কোনও অভিনেত্রী এই ধরনের কথা বলে না। কিন্তু, আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও জড়িয়ে। আমরা সেটি কখনও এড়িয়ে চলতে পারি না।'

আরও বলেন, 'আজ অথবা কাল আমাকে তো বিয়ে করতে হবে। সবাই তো করছে, প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ আছে। সেই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি, তাইলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে।' ছুটি কাটিয়ে দেশে  নতুন কাজওশুরু করেছেন তানজিন তিশা।  ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে  ভিকি জাহেদ পরিচালিত নাটক খোয়াবনামা-র শুটিং। এই নাটকে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব।

আরও পড়ুন অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, রবিবাসরীয় দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতার নুসরত

Bangladeshi Film Bangladeshi actress