Bangladeshi content creator Hospitalized: রথযাত্রার দিন যখন চারিদিকে উৎসবের মরশুম তখন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটার হিরো আলমকে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সুস্থ হয়ে এখন বাড়িতেই আছেন হিরো আলম। রিয়া মণির সঙ্গে দূরত্বও ঘুচে গিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পদ্মাপারের খারাপ খবর। গুরুতর অসুস্থ অবস্থায় ৪ জুলাই হাসপাতালে ভর্তি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। Pancreatitis-এর চিকিৎসার জন্য খুলনায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন অনেকটাই সুস্থ আছেন।
কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিবের। খবরটি নিশ্চিত করেছেন রাকিব হাসানের সহকর্মী হাসান আলী। হাসপাতালের বিছানায় হলুদ টি-শার্ট পরে শয্যাশায়ী অসুস্থ রাকিব হাসান। সেই ছবি পোস্ট করে হাসান আলী লিখেছেন, 'কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। আমীন।' রাকিব হাসানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাকে হাস্যরসে উপস্থাপন করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন।
আরও পড়ুন স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে গ্রাস করেছে হতাশা, আত্মহত্যার চেষ্টা হিরো আলমের
২০১৮ সালে 'ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি' নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব। সেই 'ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি' -র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা জানিয়ে উদগ্রীব ভক্তরা। প্রসঙ্গত, বাংলাদেশের ফেমাস কনটেন্ট ক্রিয়েটার হিরো আলমকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছেন স্ত্রী রিয়া মণি। পুরনো বিদ্বেষ ভুলে স্বামীর সঙ্গেই থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ।
সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের সঙ্গে লাভিডভি মুহূর্তের রিল ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে প্রেমের সাগরে ভাসছেন হিরো আলম ও রিয়া মনি। কখনও একসঙ্গে হাত ধরে সমুদ্রের ধারে ছুটছেন তো কখনও আবার ঝাঁপ দিচ্ছেন ঢেউয়ের মাঝে। প্রেমে গদগদ হিরো আলমের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে রিয়া মনি লিখেছেন, 'একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালবাসার অপর নাম হয় যদি ভাল রাখা তবে আমি তোমাকে ভাল রাখতে চাই।'
আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও