Noble Man Bangladesh: বিয়ের পাঁচ দিন পরই সুখবর, বাবা হচ্ছেন ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বাংলাদেশী গায়ক নোবেল

Noble Man: মঙ্গলবার দুপুরে জামিন পেলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত বাংলাদেসের গায়ক নোবেল। অভিযোগকারী বাদী-কে বিয়ের পাঁচ দিনের মধ্যেই পরিবারে আসছে নতুন সদস্য।

Noble Man: মঙ্গলবার দুপুরে জামিন পেলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত বাংলাদেসের গায়ক নোবেল। অভিযোগকারী বাদী-কে বিয়ের পাঁচ দিনের মধ্যেই পরিবারে আসছে নতুন সদস্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Noble Man Bangladesh singer arrested on rape case, got married in court

বিয়ের পাঁচদিন পরই খুশির ডবল ডোজ

Bangladeshi singer: রিয়্যালিটি শোয়ের মঞ্চে কণ্ঠের জাদুতে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নোবেল। এদেশের ছবিতেও গান গেয়েছেন তিনি। সুরের মূর্চ্ছনায় দুই বাংলার মানুষকে বারবার মোহিত করেছেন নোবেল। কিন্তু, বিগত কয়েক বছরে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নোবেলের। বহুবিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার মতো ভয়ংকর অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। কয়েক মাস আগেই ছাড়া পেয়েছেন নেশামুক্তি কেন্দ্র থেকে। তারপরই অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে ২০ মে থেকে সংশোধনাগারই ছিল শিল্পীর ঠিকানা।

Advertisment

ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক মাঈনুল আহসান নোবেলকে জেলেই বিয়ের নির্দেশ দিয়েছিল আদালত। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার দুপুরে জামিন দিয়েছে। ধর্ষণ মামলার অভিযোগকারী বাদী-কে বিয়ের পাঁচ দিনের মধ্যেই জামিন পেলেন নোবেল। নোবেলের জামিনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবীরা জানান, শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। সবমিলিয়ে বিয়ের পাঁচদিন পরই খুশির ডবল ডোজ।

আদালতের ভিতরে কী কী ঘটেছে?

Advertisment

কড়া নিরাপত্তার বলয়ে আদালতে খোশ মেজাজে প্রবেশ করেন নোবেল। কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া ওরফে বাদী। হাসিমুখে দুজনে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর শুরু হয় বিচারপ্রক্রিয়া। উভয়পক্ষের আইনজীবী জানান, ভুল বোঝাবুঝির কারণে মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে তাঁরা একসঙ্গে থাকতে চান। নোবেলকে যখন আদালত থেকে পুনরায় কারাগারে নিয়ে যায় তখন বাদীর হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন নোবেল। জামিনের নির্দেশ ঘোষণার পর বাদীর অনুমতি নিয়েই সংবাদমাধ্যমকে বিষয়টা জানান আইনজীবীরা। 

আরও পড়ুন অপহরণ করে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস নোবেলের! ধর্ষিতা নারীকে বিয়ের নির্দেশ আদালতের

গত ১৯ জুন বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় নোবেল ও বাদীর।  বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্য। আদালতের নির্দেশে কারাগারে বিয়ে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও এই প্রসঙ্গে নোবেল বা বাদী কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।

পরিবারে নতুন সদস্য আসছে সেই বিষয়েও এখনও তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। প্রসঙ্গত, নোবেলের বিরুদ্ধে অভিযোগ, সাত মাস ওই মহিলাকে ঘরবন্দি করে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। এই মামলার তদন্তকারী অফিসার প্রথম আলোকে জানিয়েছিলেন, নোবেল ওই মহিলাকে বিয়ে করেছিলেন। তবে কোনও তথ্য দিতে পারেননি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সই সাবুত করে কোনও বিয়ে হয়নি নোবেলের। 

আরও পড়ুন 'তোমাকে খুব মিস করব', প্রিয়জনকে হারিয়ে আবেগপ্রবণ জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

Singer Noble Bangladeshi Woman