Noble Man Wedding: অপহরণ করে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস নোবেলের! ধর্ষিতা নারীকে বিয়ের নির্দেশ আদালতের

Mainul Ahsan Noble: অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে ২০ মে থেকে সংশোধনাগারই সংগীতশিল্পী নোবেলের ঠিকানা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-য় প্রকাশিত খবর অনুযায়ী, ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক মাঈনুল আহসান নোবেলকে বিয়ের অনুমতি দিল আদালত।

Mainul Ahsan Noble: অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে ২০ মে থেকে সংশোধনাগারই সংগীতশিল্পী নোবেলের ঠিকানা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-য় প্রকাশিত খবর অনুযায়ী, ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক মাঈনুল আহসান নোবেলকে বিয়ের অনুমতি দিল আদালত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bangladesh singer noble

নোবেলের জন্য আদালতের নয়া নির্দেশ

Mainul Ahsan Noble Wedding: রিয়্যালিটি শোয়ের মঞ্চে কণ্ঠের জাদুতে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নোবেল। এদেশের ছবিতেও গান গেয়েছেন তিনি। সুরের মূর্চ্ছনায় দুই বাংলার মানুষকে বারবার মোহিত করেছেন নোবেল। কিন্তু, বিগত কয়েক বছরে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নোবেলের। বহুবিবাহ, প্রতারণা, গার্হস্থ্যহিংসার মতো ভয়ংকর অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। কয়েক মাস আগেই ছাড়া পেয়েছেন নেশামুক্তি কেন্দ্র থেকে। তারপরই অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে ২০ মে থেকে সংশোধনাগারই শিল্পীর ঠিকানা। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-য় প্রকাশিত খবর অনুযায়ী, ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক মাঈনুল আহসান নোবেলকে বিয়ের অনুমতি দিল আদালত। 

Advertisment

নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বুধবার এই আদেশ দিয়েছেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই ইলা মনি। নোবেলের আইনজীবী জসীম উদ্দিন ও এসআই ইলা মনি প্রথম আলোকে জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া নোবেলের তরফে আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়। অভিযোগকারিনী ও নোবেল উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে কারা কর্তৃপক্ষকে বিয়ের নির্দেশ দিয়েছেন আদালত। নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যিনি ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি নোবেলের স্ত্রী। তবে আদালতে কোনও তথ্য প্রমাণ জমা দিতে পারেননি। 

নোবেলের বিরুদ্ধে অভিযোগ, সাত মাস ওই মহিলাকে ঘরবন্দি করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এই মামলার তদন্তকারী অফিসার প্রথম আলোকে জানিয়েছিলেন, নোবেল ওই মহিলাকে বিয়ে করেছিলেন। তবে কোনও তথ্য দিতে পারেননি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সই সাবুত করে কোনও বিয়ে হয়নি নোবেলের। ডেমরা থানার পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছিল, সাত বছর আগে  অর্থাৎ ২০১৮ সালে ফেসবুকে নোবেলের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। তিনি তখন একটি কলেজে স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কথাবার্তা হতো। 

Advertisment

আরও পড়ুন স্টিয়ারিং হাতে গানে মগ্ন! সামনের গাড়িতে সজোরে ধাক্কা সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর, তারপর...

গত বছরের ১২ নভেম্বর ডেমরায় নোবেলের স্টুডিও দেখানোর জন্য ওই মহিলাকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন নোবেল। পরে মোবাইলটি ভেঙেও ফেলেন। এরপর তাঁকে ধর্ষণ করে সেই ভিডিও পোস্ট করেন! পরে ভয় দেখিয়ে সাত মাস ঘরবন্দি করে রাখেন। পুলিশ আদালতকে আরও জানিয়েছিল, ওই মহিলাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর মা–বাবা ঢাকায় এসে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন 'গৃহপ্রবেশ'-এ গ্র্যান্ড এন্ট্রি মহারাজ সৌরভের, ভিড়ের মাঝে কার জুতো হাতে নিয়ে এগিয়ে দিলেন যিশু?

Singer Noble Bangladeshi Woman