Singer Passed Away: GYM কেড়ে নিল প্রাণ! অকাল মৃত্যু জনপ্রিয় সংগীতশিল্পীর..

Singer Death News: তাঁর চলে যাওয়ায় শিল্পমহল জুড়ে শোকের ছায়া। রক ব্যান্ড ওন্ডের লিড ভোকালিস্ট বেসিস্ট এ কে রাতুল আর নেই। বাংলাদেশের জনপ্রিয় নায়ক জসীমের ছেলে তিনি।

Singer Death News: তাঁর চলে যাওয়ায় শিল্পমহল জুড়ে শোকের ছায়া। রক ব্যান্ড ওন্ডের লিড ভোকালিস্ট বেসিস্ট এ কে রাতুল আর নেই। বাংলাদেশের জনপ্রিয় নায়ক জসীমের ছেলে তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bangladeshi singer ratul son of jasim passed away today

চলে গেলেন শিল্পী

এ যেন হিস্ট্রি রিপিটস, বাবার মতই অল্প বয়সেই চলে গেলেন শিল্পী। রক ব্যান্ডের অন্যতম মুখ রাতুল আর নেই। এবং, তাঁর চলে যাওয়ায় শিল্পমহল জুড়ে শোকের ছায়া। রক ব্যান্ড ওন্ডের লিড ভোকালিস্ট বেসিস্ট এ কে রাতুল আর নেই। বাংলাদেশের জনপ্রিয় নায়ক জসীমের ছেলে তিনি।

Advertisment

বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজধানী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। পাঁচটার দিকে মারা গিয়েছেন। সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, এই ব্যান্ডের অন্যতম গীতিকায় সিয়াম ইবনে আলম এই খবরটি নিশ্চিত করেছেন। কিন্তু কী এমন হয়েছিল রাতুলের? কেন এত অল্প বয়সেই বা চলে গেলেন তিনি? বাবা জসিমের মতোই তারও জীবন দীর্ঘায়ু হলো না! বাবা চলে গিয়েছিলেন ৪৮ বছর বয়সে। আর আজ তাঁর ছেলে।

Actor Death News: থামল পথচলা, চিরঘুমে জনপ্রিয় অভিনেতা, কী হয়েছিল?

Advertisment

জসিমের তিন ছেলে। তার মধ্যে আজ থেকে আর ছেলে আর রইলেন না। সিয়াম জানান উত্তরার একটি জিমে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় লুবানা হাসপাতালে। ঘন্টাখানেক পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। লুবনা হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা প্রথম আলোকে জানিয়েছেন, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল, অর্থাৎ যাকে আইসিইউ বলে। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফেরানো যায়নি বরং বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ কে রাতুল। শিল্পীর ফেসবুক থেকে

রাতুলের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত শিল্পীরা। শিল্পী সুফি ম্যাভরীক ফেসবুকে লিখছেন, আমাদের রাতুল আর নেই, মানতে পারছিনা। এই শিল্পী বাংলাদেশের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। শুধু তাই নয় সাউন্ড ডিজাইনার হিসেবেও তার খ্যাতি ছিল দারুন। তাঁদের সংগীতাঙ্গন থেকে ফের এক আলো হারিয়ে গেল, ফলে এই শোক থামার নয়।

 

Bangladesh Entertainment News Entertainment News Today