Afran Nisho: অসুস্থ বাংলাদেশের আফরান নিশো, করতে হবে অস্ত্রোপচার..

Afran Nisho: অভিনেতা হিসেবে তিনি বেশ কিছু স্টেলার পারফরমেন্স ডেলিভার করেছেন। কিন্তু, আপাতত বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। শুধু তাই নয়, তাঁর নতুন ছবি কবে আসবে সেই নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গে আফরান নিশো।

Afran Nisho: অভিনেতা হিসেবে তিনি বেশ কিছু স্টেলার পারফরমেন্স ডেলিভার করেছেন। কিন্তু, আপাতত বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। শুধু তাই নয়, তাঁর নতুন ছবি কবে আসবে সেই নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গে আফরান নিশো।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bangladeshi superstar afran Nisho health issues actor ligament tore

কী হয়েছে তাঁর?

ছোট থেকেই কি একজন অভিনেতার শখ থাকে তিনি শুধু অভিনেতাই হবেন বড় হয়ে? নাকি তাঁর অন্য কোনও শখ থাকে? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব পাল্টে যায়? এমন একজন অভিনেতা আছেন বাংলাদেশের, যিনি ছোটবেলায় চেয়েছিলেন আর্মড ফোর্সে যোগদান করবেন। কিন্তু, সেই স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁর। ছোটবেলার প্রেমের কারণেই এয়ারফোর্সের স্বপ্ন তাঁর কাছে স্বপ্ন রয়ে গেল। তিনি আরফান নিশো। সম্প্রতি দাগী ছবিতে তাঁকে দেখা গিয়েছে। এবং, সুড়ঙ্গ তো দারুন হিট।

Advertisment

অভিনেতা হিসেবে তিনি বেশ কিছু স্টেলার পারফরমেন্স ডেলিভার করেছেন। কিন্তু, আপাতত বেশ কিছু  সমস্যায় ভুগছেন তিনি। শুধু তাই নয়, তাঁর নতুন ছবি কবে আসবে সেই নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গে আফরান নিশো। তিনি তাঁর শেষ কিছু ছবি দিয়ে দারুণ সব রেকর্ড করেছেন। তিনি বলেন, অভিনয় যখন শুরু করেন, তখন সেই পেশার প্রতি বেশ সিরিয়াস থাকার চেষ্টা করেন। প্যাশন ছিল এয়ারফোর্সে যোগদান করবেন, তবে অভিনেতা হিসেবে তিনি বেজায় প্রোফেশনাল। কিন্তু, তাঁর নাকি হাতে পায়ে বেশ কিছু সমস্যা হয়েছে? যে কারণেই এখন একটু ছুটিতে আছেন। তাঁকে বলতে শোনা গেল...

Ziaul Faruq Apurbo: পিতা-পুত্রের সম্পর্ক নিয়ে নোংরা গুজব, রেগে আগুন অ…

Advertisment

প্রশ্ন ছিল এমনই, সুড়ঙ্গ ২ কবে আসছে? এই প্রশ্নের উত্তরে অভিনেতাকে বলতে শোনা গেল তাঁর শারীরিক অবস্থার কথা। বাংলাদেশের সুপারস্টার সোজাসুজি বললেন, হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। এবং তাঁর সঙ্গে সঙ্গে আরও বললেন, "পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। হাঁটতে চলতে কষ্ট হচ্ছে। সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা নির্মাতা জানেন। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। জীবনযাপন পুরোপুরি সচল করতে গেলে, হাঁটুর অস্ত্রোপচার করতে হবে। যদিও, এরপরই হিরো হওয়ার আসল কথা জানিয়ে দিলেন তিনি। এর আগে তিনি জানাননি পায়ের সম্পর্কে। অভিনেতাকে কি তবে কোনও ভয় গ্রাস করেছে?

"আগে এই বিষয়ে কোনোদিন কাউকে জানাই নি। এখন এই যে জেনে গেল, অনেকেই আমায় আর কাজে নেবে না। বোম্বে তোমার পা ভাঙ্গা।"

Bangladesh Entertainment News Today bangladeshi actor