Advertisment

Barkha Bisht: ছোট্ট পোশাকে হটনেস ওভারলোডেড, চর্চিত প্রেমিকের বাহুডোরে জন্মদিনে আদুরে মুহূর্তে দেবের নায়িকা

Barkha Bisht Birthday: জন্মদিন পালনের জন্য পাটায়া উড়ে গিয়েছেন দেবের নায়িকা বরখা। চর্চিত প্রেমিক আশিষের বাহুলগ্না অভিনেত্রী। জন্মদিন উদযাপেনর ছবি শেয়ার করলেন বরখা।

author-image
Kasturi Kundu
New Update
Barkha Sengupta

চর্চিত প্রেমিকের বাহুডোরে জন্মদিনে আদুরে মুহূর্তে বরখা

Barkha Bisht Birthday Moment: ২8 ডিসেম্বর, বছর শেষের প্রায় অন্তিম লগ্নে পার্টি মুডে দেবের নায়িকা বরখা বিস্ত। যদিও নামের সঙ্গে এখনও রয়েছে 'সেনগুপ্ত' পদবীর উজ্জ্বল উপস্থিতি। বরখার সঙ্গে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক আশিষ শর্মা, মেয়ে মীরা ও অন্য বন্ধুরা। পাটায়া থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনটা খেয়াল করলেই বোঝা যাবে পাটায়াতে পার্টি মুডের নেপথ্য কারণটা ঠিক কী। আসলে আজ তো বরখার হ্যাপি বার্থডে। সেই জন্যই তো কাছের মানুষ, বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন পালনে ব্যস্ত অভিনেত্রী। 

Advertisment

এই বছরের জন্মদিনটা কিন্তু, বরখার কাছে নিঃসন্দেহে একটু বেশিই স্পেশ্যাল। একদিকে ১৪ বছর পর দেবের সঙ্গে অভিনয়, অন্যদিনে বক্স অফিসে খাদানের নজরকাড়া সাফল্য। সিনেমার প্রচারে বরখা প্রায় ছিলেন না বললেই চলে। সাংবাদিক সম্মেলনেই একমাত্র দেখা গিয়েছিল বরখাকে। বেঙ্গল ট্যুরে থাকতে না পারার জন্য সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশও করেছিলেন। 

Advertisment

অনেকে ভেবেছিলেন, এবছর হয়ত খাদানের সাফল্যের কারণে কলকাতায় দেবের সঙ্গে বার্থডে সেলিব্রেট করবেন। কিন্তু, সেগুড়ে বালি! বরং মুম্বই থেকে উড়ে গেলেন পাটায়ায়। সেখানেই জন্মদিন একেবারে জমজমাট। কালো রঙের ছোট্ট পোশাকে গ্ল্যামারাস বরখার হটনেস ওভারলোডেড। কখনও বন্ধুদের সঙ্গে আনন্দে মাতেয়ারা তো কখনও আবার চর্চিত প্রেমিকের বাহুডোরে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন বরখা। 

জন্মদিন পার্টিতে মেয়েকে কিন্তু, চোখের আড়াল করেননি তারকা মম। জন্মদিন সেলিব্রেটের ছবি শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। একাধিক হিন্দি সিরিয়াল, সিরিজে কাজ করেন বরখা। বহু বাংলা ছবিতেও অভিনয় করেছেন। আইটেম গানেও মাত দিয়েছেন বরখা। একটা সময় ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে পরিচিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা। 

২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইন্দ্রনীল-বরখা। দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানার খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছিল জুটির ভক্তদের। ২০২৩- এ ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'এটা আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত। আমি একজন সিঙ্গল মাদার। মীরা আমার সম্পদ। আমি কর্মজীবনকে ব্যক্তিগতজীবনের সঙ্গে মেলাব না। ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভাল কাজ করছি। টিভি আর বড় পর্দাতেও যদি ভাল কাজ পাই নিশ্চয়ই করব।'

Hindi Film Bengali Television Bengali Actress Bengali Film Industry Bengali Cinema Bengali Film Khadaan Hindi Television Barkha Bisht
Advertisment