New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/14/sh0et9xiybe7KDgg2LEP.jpg)
Barkha Bist: কে তাঁর আজকের সঙ্গী? Photograph: (Instagram)
Barkha Bist: কে তাঁর আজকের সঙ্গী? Photograph: (Instagram)
সম্পর্ক যে বড়ই অদ্ভুত, সেকথা বিশ্বাস করাই যেত না, যদি না এই একই শব্দের সঙ্গে বিচ্ছেদ শব্দটা থাকত। প্রেম যদি সত্যি হয়, তবে বিচ্ছেদ বিষয়টা আরও প্রসঙ্গিত। আর বরখা বিস্তের জীবনে বিচ্ছেদ বিষয়টা যথেষ্ট মাত্রায় প্রাসঙ্গিক।
প্রায় এতবছরের দাম্পত্য, কিন্তু সেই সম্পর্ক ভেঙ্গে এখন তিনি সিঙ্গেল মাদার। মেয়ে যদিও বা ইন্দ্রনীল এবং বরখা দুজনের সঙ্গেই সময় কাটান, কিন্তু অভিনেতাকে ছেড়ে এখন সম্পর্কে তিনি একা। যদিও বা অনেকেই বলে থাকেন, বরখা নাকি আশিস শর্মার সঙ্গে সম্পর্কে আছেন। যদিও বা, এই নিয়ে তাঁরা এখনও কিছু জানান নি। বরং, দীর্ঘদিন পরে তিনি বাংলা ছবিতে কাজ করেছেন।
বরখা, নিজের বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে একদমই ঠোঁটকাটা নন। বরং তিনি আজও সমাজ মাধ্যমে নিজের সেনগুপ্ত পদবীটা বাদ দিতে পারেননি। কিন্তু, এতদিনে সমাজ মাধ্যমে একটি ভিডিও দেখা গিয়েছে, যেখানে তিনি বলেছেন তাঁর বিচ্ছেদ নিয়ে। একদিকে যখন সারা বিশ্ব প্রেমে ভেসেছেন, তখন বরখা বিচ্ছেদ নিয়ে বলছেন...
"মেয়েদের বলতে চাই, এটা সহজ না। প্রায় ৪ বছর হয়ে গিয়েছে আমি আলাদা হয়ে গিয়েছি। আজকের দিনে আমি শুধু বসে থেকে কাউকে এটা উপদেশ দিতে পারি না, যে এটা করতে হবে, বা ওটা করতে হবে। কারণ, প্রতি মানুষের আলাদা আলাদা রাস্তা থাকে, সেটাকে ফেস করার উপায় থাকে। আমার মনে হয়, আমাদের জীবনে বাঁচার একটা লক্ষ্য থাকতে হয়।"
কিন্তু, আজকের বিশেষ দিনে তিনি কার সঙ্গে সময় কাটালেন? পরনে বিকিনি, ভেজা গায়ে বসে রয়েছেন অভিনেত্রী। আজকে, বরখার মনের মানুষ না থাকলেও সমুদ্রের পাড়ে দেখা মিলল কাছের মানুষের। আর সেই মানুষটি কেউ নন। বরং তাঁর মেয়ে। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লিখলেন..."আমার ভালবাসা একটা ফ্রেমেই বন্দি। শুভ ভালবাসা দিবস আমার মেয়ে।"