আলোচনাটা অনেকদিনের, অবশেষে যবনিকা পড়ল। 'বসু পরিবারে' কেমন লাগবে দু'জনকে? কীভাবে পরিচালক রাজি করালেন? অপর্ণা সেন তো সহজে ছবিতে অভিনয় করতে চান না? এই 'বসু পরিবার' কি আগের ছবিটার রিমেক? সবটায় না হলেও এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন কৌতুহলীরা। কারণ মঙ্গলবার মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত 'বসু পরিবার' ছবির ট্রেলার।
Advertisment
সুমনের ‘বসু পরিবার'-এর কত্তা-গিন্নি সাজছেন দুজনে। তাঁদের মেয়ের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছেলের চরিত্রে যিশু সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদার ছেলে শাশ্বত চট্টোপাধ্যায় এবং দিদির ছেলে-বৌমা কৌশিক সেন ও সুদীপ্তা চক্রবর্তী। তবে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা নয় এই ছবি। রহস্য রোমাঞ্চের বেশ কড়া আঁচ পাওয়া গেল ট্রেলারেই। জয়েস জোনসের উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি 'বসু পরিবার'।
পরিচালক জানালেন, ছবিটা যে তিনিই বানাবেন এটা ভাবেন নি। ''অনেকদিন আগে গল্পটা পড়ার সময়ে মনে হয়েছিল, এর থেকে তো দারুণ একটা চিত্রনাট্য হয়, অপর্ণা সেন বা ঋতুপর্ণ কেউ কেন বানাচ্ছেন না ছবিটা? তখনও ভাবি নি এতদিন পরে আমিই তৈরি করে ফেলব ছবিটা। তবে ভয়ও পেয়েছিলাম, সবাই বলতেন, এত বড় বড় কাস্ট সামলাতে পারবি তো?''
অপর্ণা সেনের কথায়, ''আমার গল্পটা ভাল লেগেছিল। কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলাম, চিত্রনাট্য পছন্দ না হলে আমায় জোর কোরো না।'' সৌমিত্র চট্টোপাধ্যায় বললেন, ''এখনকার ছবিতে তো গল্প থাকে না। সেখানে বসু পরিবারে সেই নস্ট্যালজিয়া ফিরে পাবেন দর্শক।" এদিকে 'নোবেল চোরে'-র পর এই ছবিতে সুমনের সঙ্গে কাজ করলেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি জানালেন, ''এই দু'জন স্টলওয়ার্টদের পাশে দাঁড়িয়ে থাকতে পারাটাই সৌভাগ্যের, সেখানে এতটা পার্ট করার সুযোগ পেয়েছি। যেন স্বপ্ন সত্যি হয়েছে।''
ছবির সঙ্গীত পরিচালনা ও আবহ তৈরি করেছেন বিক্রম ঘোষ। ২০১৭ সালে কলকাতা ও মহিষাদল রাজবাড়িতে শুটিং হয়েছিল এই ছবির। আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে 'বসু পরিবার'।