Advertisment

'বসু পরিবার' গড়ে ওঠার গল্প বললেন শাশ্বত, যিশুরা

ছবির মূল আকর্ষণ বহু বহু দিন পরে পৰ্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের যুগলবন্দি, যা নিশ্চিতভাবেই নস্টালজিয়ায় ডুব দিতে বাধ্য করবে বাঙালি দর্শককে।

author-image
IE Bangla Web Desk
New Update
basu poribaar

আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে সুমন ঘোষ পরিচালিত পঞ্চম ছবি।

একটা যৌথ পরিবার, তাদের সম্পর্কের সমীকরণ, টানাপোড়েন, এই নিয়েই গল্প, এই নিয়েই চিত্রনাট্য মুক্তির প্রতীক্ষায় থাকা 'বসু পরিবার'-এর। যে পরিবারের আপাত-খুশি থাকার নেপথ্যে লুকিয়ে রয়েছে সুখী মুখগুলোর আড়ালে থাকা চোরা টেনশনের আবহ। যে টেনশনের উত্তাপ ছুঁতে থাকবে দর্শককে, যত এগোবে গল্প, যত উন্মোচিত হবে পরিবারের সদস্যদের চরিত্রের আপাতগোপন ভাঙাচোরা।

Advertisment

এমনই একটি পরিবারের কাহিনী নিয়ে পরিচালক সুমন ঘোষের নতুন ছবি 'বসু পরিবার' পর্দায় আসতে চলেছে আগামি ৫ এপ্রিল। যে ছবির মূল আকর্ষণ বহু বহু দিন পরে পৰ্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের যুগলবন্দি, যা নিশ্চিতভাবেই নস্টালজিয়ায় ডুব দিতে বাধ্য করবে বাঙালি দর্শককে। দেখুন...

আরও পড়ুন, যে রাঁধে সে ডাকাতিও করে, জানান দিচ্ছে ‘আস্তে লেডিস’

শুধু সৌমিত্র-অপর্ণাই নন, তারকার ছড়াছড়ি এই ছবির কাস্টে। কে নেই? রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা।

ছবির সঙ্গীত পরিচালনা ও আবহ বিক্রম ঘোষের। ২০১৭ সালে কলকাতা ও মহিষাদল রাজবাড়িতে শুটিং হয়েছিল এই ছবির। ছবি মুক্তির তারিখের পাশাপাশি প্রকাশ্যে এল 'বসু পরিবার'-এর পোস্টার। এর আগে ‘পদক্ষেপ’, ‘দ্বন্দ্ব’, ‘নোবেল চোর’, ‘কাদম্বরী’, ‘পিস হেভেন’-এর মতো জনপ্রিয় ছবি তৈরি করেছেন পেশায় অর্থনীতিবিদ সুমন। কেরিয়ারের প্রথম ছবি 'পদক্ষেপ'-এর জন্য ঝুলিতে পুরেছেন জাতীয় পুরস্কারও।

'বসু পরিবার' কতটা বক্স অফিস সাফল্য পায়, সেটাই দেখার এখন।

tollywood Sudipta Chakraborty jisshu sengupta saswata chatterjee
Advertisment