scorecardresearch

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পরিচালক নন্দিতা! মেরুদণ্ডে চিড়, ভেঙেছে হাত

কেমন আছেন এখন পরিচালক?

Director Nandita Roy, Nandita Roy accident, নন্দিতা রায়, দুর্ঘটনার শিকার নন্দিতা রায়, পরিচালক নন্দিতা রায়, বেলাশুরু পরিচালক নন্দিতা রায়, bengali news today
নন্দিতা রায়

বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন পরিচালক নন্দিতা রায়। ডান হাতের কবজি ভাঙার পাশাপাশি চিড় ধরেছে মেরুদণ্ডেও। অতঃপর এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন পরিচালক।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পা পিছলে বাথরুমে পড়ে গিয়ে মহাবিপত্তি! গুরুতর চোট পাওয়ার পরই চিকিৎসকের কাছে ছোটেন নন্দিতা। এক্স-রে করিয়ে দেখা যায় ডান হাতের কবজি ভেঙেছে। মেরুদণ্ডের চিড় ধরেছে। যার জন্য কোমরে অসহ্য যন্ত্রণায় ভুগছেন পরিচালক। প্রথমদিন অবশ্য তাঁর শারীরিক পরিস্থিতি দেখে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছিল। তবে পরের দিন ছেড়ে দেওয়া হয়। আপাতত বাড়িতে পুরোদস্তুর বিশ্রামে রয়েছেন তিনি।

[আরও পড়ুন: টাপা-টিনি গানের সঙ্গে এত মিল! বাংলা সিরিয়ালের চরিত্রদের নিয়ে চরম হুল্লোড় নেটপাড়ায়]

চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধপত্র খাওয়ার পাশাপাশি ফিজিওথেরাপিও চলছে। তবে মেরুদণ্ডে চোট পাওয়ায় এই ব্যথা থেকে যে সহজে মুক্তি মিলবে না, সেটা চিকিৎসক জানিয়ে দিয়েছেন। আগামী ২৪ তারিখ খোলা হবে প্লাস্টার। এরপরও চলবে ফিজিওথেরাপি।

উল্লেখ্য, আমেদাবাদে ‘বেলাশুরু’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে যাওয়ার কথা ছিল নন্দিতা রায়ের। ভেবেছিলেন গোটা টিমের সঙ্গে সবরমতী আশ্রম ঘুরে দেখবেন। তবে গুরুতর চোট পাওয়ায় আপাতত সেসব পরিকল্পনা বিশ বাওঁ জলে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজও স্থগিত। সব কাজই বা হাত দিয়ে করতে হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Belashuru director nandita roy meets accident broken her wrist464625