/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/jyjit.jpg)
Joyjit banerjee: অভিযোগের মুখে কী বললেন জয়জিৎ
গতকাল রাত থেকেই পরিচালক অরিন্দম শীলকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ তার বিরুদ্ধে ওঠা যৌন হেরস্থার অভিযোগ, DAEI এর তরফে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আর আজ সকাল হতেই, আরেক জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় কে নিয়ে আলোচনা।
জয়জিৎ যে কোন বিষয়ে খুব সরব। শুধু তাই নয়, তিনি স্পষ্ট কথা সহজ ভাবে বলতে ভালোবাসেন। তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আসবে, যেন ভাবতেই পারেনি কেউ। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিযোগ করেন, আমি ঝুমা নামের প্রোফাইলের এক ব্যক্তি। সেই মহিলা প্রকাশ্যে দাবি করেন, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নাকি মেসেজ করে মেয়েদের সাইজ জানতে চায়। আর এই পোস্ট নজরে আসার পর থেকে, বেশিরভাগই নানা প্রশ্ন তুলছেন।
জয়জিৎ, যার সঙ্গে সকলের সম্পর্কই বেশ ভালো, কিংবা যার বিরুদ্ধে আজ অব্দি কোনদিন কোন কথা শোনা যায়নি, সেই মানুষটি এরকম? টলিপাড়ায় নিগ্রহের ঘটনা নতুন নয়। দক্ষিণ এবং বলিউড ইন্ডাস্ট্রিএর পরে টলিপাড়াতেও যৌন হেনস্তার নানা গল্প মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু তাই বলে জয়জিৎ? অভিনেতা যেন আকাশ থেকে পড়েছেন এই ঘটনায়। সেই ব্যক্তির পোস্টে গিয়ে যদি প্রমাণ সাপেক্ষে, স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ঝুমার নামে সেই ব্যক্তি নিজে থেকেই প্রথম মেসেজটি করেন জয়জিৎকে।
কী বলছেন জয়জিৎ?
সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, উনি নিজেকে অভিনেত্রী বলে দাবি করছেন। কিন্তু উনার সাথে কবে আমি কাজ করলাম মনে করতে পারছিনা। আমাদের সকলের লক্ষ্য একটাই, আরজিকর কাণ্ডের বিচার। যার এখনো কোনো সমাধান পাওয়া যায়নি। তাহলে কি কোনরকম জেনে বুঝে এই সমস্ত করছেন? যদিও সেই মহিলা, জানান যে তার কাছে অনেক উপযুক্ত প্রমাণ রয়েছে জয়জিতের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে তিনি কোনো রকম আইনি পদক্ষেপ নিতে চান না। আর এর পরে তার বিরুদ্ধে আক্রমণ আরো বাড়ে। অনেকেই বলেন, যখন প্রমাণ আছে তখন সবার সামনে পেশ করুন।
কিন্তু তিনি নীরব হয়ে যান একটি কথা বলেই, তিনি জয়জিতকে এবারের মত ছেড়ে দিচ্ছেন। অভিনেতা প্রকাশ্যে ও জানান, যে তিনি কোনদিনই ওই ব্যক্তির সাথে কথা বলেনি। এমনকি তার মেসেজের পাল্টা রিপ্লাইও দেয়নি।