Bengali Actor Baby: স্ত্রীর বেবি বাম্পে হাত রেখে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ, বাবা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা, পুত্র না কন্যা এল ঘরে?

Neil Chatterjee Baby: স্বামী-স্ত্রী দুজনেই টেলি দুনিয়ার পরিচিত মুখ। বেশ কিছুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরে অভিনেত্রী। বুধবার দুপুরে প্রকাশ্যে এল নেপথ্য কারণ।

Neil Chatterjee Baby: স্বামী-স্ত্রী দুজনেই টেলি দুনিয়ার পরিচিত মুখ। বেশ কিছুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরে অভিনেত্রী। বুধবার দুপুরে প্রকাশ্যে এল নেপথ্য কারণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বাবা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা

বাবা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা

Neil Chatterjee: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ নীল চট্টোপাধ্যায় ও পৃথা চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে সকলকে চমকে দিলেন সেলেব দম্পতি। ঘুণাক্ষরেও কেউ টের পায়নি অভিনেতা নীলের স্ত্রী পৃথা অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ায় না কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট বা মেটারনিটি ফটোশুটের ছবি। ১১ জুন অভিনেতা নীলের সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে রীতিমতো সারপ্রাইজড নেটনাগরিকরা। স্ত্রী পৃথার বেবি বাম্পে হাত রেখে জানালেন, তাঁরা মা-বাবা হয়েছেন। অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন নিউলি মাম্মি-ড্যাডি। স্টুডিওপাড়ার রিয়েল লাইফ দম্পতি যে তাঁদের জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সেই খবর প্রায় সকলেরই অজানা। ঘরে লক্ষ্মীর পদধূলি পড়তেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন নীল চট্টোপাধ্যায়। 

Advertisment

Advertisment

সাদা-কালো আবহে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করে নীল লিখেছেন, 'লক্ষ্মী এল ঘরে। ভগবানের আশীর্বাদে কন্যা সন্তানের মা-বাবা হলাম। তোমাকে ভালবাসি পৃথা।' অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় থেকে জ্যাসমিন, সুজয় প্রসাদ, শ্রীতমা রায়চৌধুরী সহ ইন্ডাস্ট্রির সতীর্থরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। বর্তমানে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' এবং স্টার জলসার 'তেঁতুল পাতা' ধারাবাহিকে কাজ করছেন নীল চট্টোপাধ্যায়। স্ত্রী পৃথা বিয়ের পর বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু, কী জন্য এই বিরতি বুধবার দুপুরে প্রকাশ্যে এল নেপথ্য কারণ। বোঝাই যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ার দরুণ ছুটিতে ছিলেন নীল ঘরনি। দুই থেকে তিন হতেই চাটুজ্জে পরিবারে এখন খুশির মরসুম। 

আরও পড়ুন ঈদের পরই সুখবর, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিতীয়বার বাবা হচ্ছেন ৫৭-এর আরবাজ

প্রসঙ্গত, ২০২১-এ চার হাত এক করে বৈবাহিক জীবন শুরু করেন নীল ও পৃথা। বিয়ের চার বছর পর পরিবারে এল নতুন সদস্য। কয়েক মাস আগেই মা হয়েছেন 'তেঁতুল পাতা' ধারাবাহিকের অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। অন্যদিকে দ্বিতীয়বার মাতৃত্বের সুখ পেয়েছেন নিম ফুলের মধু খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তিনিও ছুটি কাটিয়ে ফিরছেন রানি ভবানি ধারাবাহিকে। অন্যদিকে অগাস্টে ডিউ ডেট অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্তের। তিনিও এই মুহূর্তে অন্তঃসত্ত্বাকালীন ছুটি একেবারে চেটেপুটে উপভোগ করছেন। জামাইষষ্ঠীর দিন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ঘরে এসেছে লক্ষ্মীছানা। এরপরই সুখবর দিলেন ছোট পর্দার অভিনেতা নীল। 

আরও পড়ুন অঝোরে কান্না-মেয়ের জন্য প্রার্থনার আর্জি! কেমন আছে বাঙালি অভিনেত্রী প্রীতির ছোট্ট সোনা?

Bengali Serial Bengali News